বাংলাদেশের জয়ের দিনে রেকর্ডের হাতছানি জাওয়াদের সামনে

ব্যাটারের ব্যাটের হাসিতে বিস্তৃত হয় দলের হাসিও। সেই কথার যথার্থতা আরও একটিবার প্রমাণ করলেন জাওয়াদ আবরার। অনবদ্য এক ব্যাটিং প্রদর্শনী, তার ব্যাটে ভর দিয়ে বাংলাদশের যুবদল পেয়েছে বিশাল বড় জয়ের স্বাদ।

ব্যাটারের ব্যাটের হাসিতে বিস্তৃত হয় দলের হাসিও। সেই কথার যথার্থতা আরও একটিবার প্রমাণ করলেন জাওয়াদ আবরার। অনবদ্য এক ব্যাটিং প্রদর্শনী, তাঁর ব্যাটে ভর দিয়ে বাংলাদশের যুবদল পেয়েছে বিশাল বড় জয়ের স্বাদ।

শ্রীলঙ্কা অনূর্ধ্ব -১৯ দলের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে জাওয়াদ করেছিলেন অপরাজিত ১৩০। চতুর্থ ওয়ানডেতে  তুলে নিয়েছেন আরো একটি শতক, করেছেন ১১৩ রান। জাওয়াদের রেকর্ড গড়া ইনিংসে কল্যাণে ৩৩৬ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশের যুবারা।

জবাবে ব্যাট করতে নেমে আল ফাহাদদের বোলিং তোপে মাত্র ১৯০ রানেই ঘুটিয়ে যায় লঙ্কান যুবারা। এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আজিজুল হাকিম তামিমের দল। তবে শুরুতেই ৮০ রানে দুই উইকেট হারিয়ে কিছুটা বিপাকে পড়েছিলো টাইগার যুবারা।

তবে দলের হাল নিজের কাঁধে তুলে নেন জাওয়াদ আবরার। রিজান হোসেন, মোহাম্মদ আবদুল্লাহদের সঙ্গী করে সচল রাখেন রানের চাকা। শুরুতে বুদ্ধিদীপ্ত ব্যাটিং করলেও সময় গড়ার সাথে সাথে জাওয়াদ চড়াও হন শ্রীলঙ্কার বোলারদের উপর। জাওয়াদের দারুণ সব শট দিয়েছে চোখের প্রশান্তি।

আগের ম্যাচে রানআউট হয়ে হয়ে সাঝঘরে ফিরেছিলেন জাওয়াদ। এদিন লং অনে ফ্লিক করে ছক্কা হাঁকিয়ে নিজের শতক পূরণ করেন। পর পর দুই ইনিংসে শতক হাঁকিয়ে সবার বাহবা পাচ্ছেন যুবদলের এই আগ্রাসী ওপেনার।

বাংলাদেশীদের মাঝে এর আগে কেবল তাওহীদ হৃদয় একই দ্বিপাক্ষিক সিরিজে যুব পর্যায়ে একাধিক সেঞ্চুরি করেছিলেন। ২০১৯ সালে হৃদয় সে রেকর্ডও গড়েছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে৷ তবে তাওহীদ সেবার তিনটি শতক হাঁকান, যেটি  অনূর্ধ্ব-১৯ পর্যায়ে আর কেউ করে দেখান নি।

জাওয়াদ আবরারের হাতে সুযোগ আছে তাওহীদের সেই রেকর্ডে ভাগ বসানোর, যেহেতু শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের যুবারা ছয় ম্যাচের সিরিজ খেলছে। সেক্ষেত্রে আরও দু’টি ম্যাচ পাবেন জাওয়াদ, যার একটিতে শতক তুলতে পারলেই রেকর্ড বুকে নিজের নাম তুলে ফেলবেন তিনি।

জাওয়াদ বরাবরই ভয়ডরহীন ক্রিকেট খেলতে পছন্দ করেন, মাঠের চারদিকেই শর্টস খেলার সক্ষমতা রয়েছে এই ওপেনারের, জাওয়াদের ব্যাট যেদিন হাসে সেদিন অবাক হয়ে তাকিয়ে থাকতে হয়। তাইতো তাকে ভাবা হচ্ছে বাংলাদেশের পরবর্তী তারকা ব্যাটার।

জাওয়াদের দুর্দান্ত ব্যাটিং এবং ফাহাদদের বোলিং তোপে টাইগার যুবাদের সামনে দাঁড়াতেই পারেনি লঙ্কানরা, চতুর্থ ওয়ানডেতে ১৪৬ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল। সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে রয়েছে আজিজুল হাকিম ও তার দল।

Share via
Copy link