বয়সটা সবে কুড়ি মাত্র, অথচ হাতের ব্যাটটা যেন চাবুকের মত চালাচ্ছেন প্রতিপক্ষ বোলারদের বিপক্ষে। জিসান আলম ২২ গজে নেমে তাণ্ডব চালালেন আরও একটিবার । এনসিএল টি-টোয়েন্টিতে বরিশালের বিপক্ষে ৪৮ বলে খেললেন ৭৩ রানের দুর্দান্ত এক ইনিংস।
বাউন্ডারি চারটা, ছক্কা ছয়টা— প্রতিপক্ষ বোলারদের প্রতিটা বলেই চপেটাঘাত করাতেই যেন তার সমস্ত আনন্দ।এবছরই প্রথম শ্রেণি আর লিস্ট-এ ক্রিকেটে অভিষেক হয়েছে তার।
ক্রিকেট মহলে তিনি মারকাটারি ব্যাটার হিসেবে ইতিমধ্যেই পরিচিতি পেয়ে গেছেন। এনসিএল টি-টোয়েন্টির প্রথম ম্যাচেই ঝড়ো সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। যদিও শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেননি।
টুর্নামেন্টে তিন ম্যাচ খেলে জয়হীন ছিল সিলেট। রবিবার খুলনার দেওয়া ১৪৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে আবারও ঝড়ো শুরু জিসানের। ইনিংসের ১৬তম ওভারে যখন সাজঘরে ফিরে যান দল ততক্ষণে নিজেদের প্রথম জয় প্রায় সুনিশ্চিত করে ফেলেছে ।
আল আমিন হোসেন কে ব্যাক টু ব্যাক চার আর ছয়ে তার তান্ডব শুরু। এরপরে অভিজ্ঞ জিয়াউর রহমানের টানা তিন বলে দুই ছক্কা আর এক চার। পুরো ইনিংস জুড়েই এই ঝড়ো আবহ বজায় রেখেছিলেন তিনি।
মৃত্যুঞ্জয়ের বলে বোল্ড আউট হয়ে ইনিংসের সমাপ্তি টানেন। প্যাভিলয়নের দিকে হাটার পথে বারবার নিজের উপর বিরক্তিই প্রকাশ করছে তার জয়ের ক্ষুধা। জিসানের এত তাড়া কিসের? জয়ের, রানের না স্বপ্নটা আরও বড়! জানতে আপাতত অপেক্ষায় থাকতে হবে দেশের ক্রিকেট সর্মথকদের।