নভেম্বর আসলেই চারপাশে শোনা যায় ‘নভেম্বর রেইন’ এর সুর; গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর শীতের আগমনী বার্তা আপনার হৃদয়ে ঝড় তুলতে পারে কি না সেটা নিয়ে প্রশ্ন করাই যেতে পারে তবে নভেম্বর মাস আসলেই কামরান গুলাম যে নস্টালজিয়ায় ভুগবেন সেটা নিশ্চিত। এই একটা মাস তাঁকে দু’হাত ভরে আশীর্বাদ করেছে।
জিম্বাবুয়ের বিপক্ষে চলতি সিরিজের তৃতীয় ম্যাচ চলমান, এই ম্যাচে দিয়েই পঞ্চাশ ওভারের সংস্করণে প্রথম হাফ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন এই পাক তারকা। আর প্রথম হাফ সেঞ্চুরিকে সেঞ্চুরিতে রূপ দিতেও ভুল হয়নি একদমই। চলতি মাসেই তো টেস্ট ফরম্যাটে অভিষেক হয়েছিল তাঁর, দুর্দান্ত একটা শতকের মারে সূচনা রঙিন করে রেখেছিলেন তিনি।
এদিন জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে আউট হওয়ার আগে ৯৯ বলে ১০৩ রান করেছেন কারমান, দশ চারের সঙ্গে চারটি ছক্কার মারে এই ইনিংস সাজিয়েছেন তিনি। তাঁর সামর্থ্য এবং সক্ষমতার আদর্শ প্রমাণ ছিল এই ইনিংস।
পাকিস্তানের হয়ে কামরান অভিষেক ওয়ানডেতে কোন রান করেননি এই তারকা, কোন উইকেটও পাননি। এমনকি নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটার স্কোরবোর্ড দেখলেও একাদশে তাঁর নাম পাবেন না। আসলে লকি ফারগুসনের বাউন্সারে হারিস সোহেল মাথায় আঘাত পাওয়ায় কনকাশন সাব হিসেবে মাঠে নামানো হয়েছিল তাঁকে।
প্রয়োজন হলে যেন বোলিং করতে পারেন এজন্য কেবল বদলি হিসেবে নয় বরং আন্তর্জাতিক ক্যাপ মাথায় পরিয়ে তবেই পাঠানো হয়েছিল এই ডানহাতিকে। যদিও সেদিন বল করতে হয়নি, কিন্তু সূচনালগ্নেই অদ্ভুত একটা স্মৃতি তৈরি হয়েছিল।
তবে এখন আর সেই স্মৃতি উজ্জ্বল থাকার কথা নয়, এর চেয়ে বরং কয়েক গুণ বেশি উজ্জ্বলতা নিয়ে হৃদয়ে ভাসবে মেডেন সেঞ্চুরির গল্প আর নভেম্বর মাসের কথা। তাঁর ক্যারিয়ার নিয়ে যতবারই আলোচনা হবে, ততবারই শোনা যাবে ২০২৪ সালের নভেম্বরের কথা।