বিস্ময় ছড়িয়েই চলেছেন কামরান গুলাম। চলমান দক্ষিন আফ্রিকা সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও রাখলেন নিজের প্রতিভার ছাপ। খেললেন ৩২ বলে ৬৩ রানের বিধ্বংসী ইনিংস। পাওয়ার হিটিং দিয়ে ‘প্রপার ফিনিশিং’ যাকে বলে একদম। পাকিস্তানকে এনে দিয়েছেন ৩২৯ রানের বিশাল সংগ্রহ।
২৯ বছর বয়সী কামরান জাতীয় দলে আসেন অফফর্মে থাকা বাবর আজমের পরিবর্তে। অভিষেক টেস্টেই সেঞ্চুরি করে হইচই ফেলে দিয়েছিলেন পাকিস্তান ক্রিকেটে। ছন্দটা টেনে আনেন সাদা বলের ক্রিকেটেও। নিজের দ্বিতীয় ওয়ানডেতেই হাকিঁয়েছেন সেঞ্চুরি। এবার ২৫ বলে ফিফটি তুলে নিলেন দক্ষিন আফ্রিকার বিরুদ্ধে, তাও আবার তাদের ঘরের মাটিতে।
নিউল্যান্ডসে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে পাকিস্তান। তবে বাবর আজম আর মোহাম্মাদ রিজওয়ানের ব্যাটে ঘুরে দাঁড়ায় তারা। তবে দলীয় দুইশো রানের আগেই দুইজনের উইকেট হারিয়ে আবারও ছন্দপতন হয় পাকিস্তানের।
ফিনিশিংটা বরাবরই বেশ দূর্বল পাকিস্তানের। এদিনও ডটের চাপে দুই সেট ব্যাটার আউট হয়ে গেলে মনে হচ্ছিলো বেশী দূর আগাবেনা রানের খাতা। তবে তখনই দৃশ্যপটে হাজির কামরান।
কামরান মূলত অ্যাংকর ধাচের ব্যাটার। তবে এদিন যেন ২২ গজে তান্ডব চালাতে আর্বিভাব হল তার। উইকেট হারিয়ে চাপে না পড়ে সালমান আঘাকে নিয়ে শুরু করলেন কাউন্টার অ্যাটাক। ৬৩ রানের ইনিংসটায় আছে পাঁচটা ছক্কা আর চারটা বাউন্ডারি।
সাজঘরে যখন ফিরে যান, দলীয় সংগ্রহ তখন ৩০০ এর গন্ডিয়ে ছাড়িয়ে গেছে। কামরান যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন ফিনিশিংটা কিভাবে করতে হয়। তার এই বিধ্বংসী ইনিংসের জন্যই অতিরিক্ত ৩০টার মত রান যুক্ত হল পাকিস্তানের খাতায়। দিনশেষে ক্রিকেটে এসব ইম্প্যাক্টই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।