যাদের ব্যাটে ছিল একচেটিয়া আধিপত্য, সেই চার কিংবদন্তি—বিরাট কোহলি, স্টিভ স্মিথ, জো রুট ও কেন উইলিয়ামসন—ধীরে ধীরে বিদায় নিচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। তাই তো প্রশ্ন, আগামী দিনের ‘ফ্যাব ফোর’ কারা হবেন?
বিশ্ব ক্রিকেটে এখন এক নতুন সন্ধিক্ষণ চলছে। গত এক দশকের বেশি সময় ধরে যারা বাইশ গজে দাপট দেখিয়েছেন, সেই ফ্যাব ফোরের সময়টা এখন শেষের শুরু করেছে।
কোহলি টেস্ট ও টি-টোয়েন্টি ছাড়ার ঘোষণা দিয়েছেন, স্মিথ ওয়ানডে থেকে অবসর নিয়েছেন, রুট টি-টোয়েন্টিতে অনুপস্থিত দীর্ঘদিন, আর উইলিয়ামসন শেষবার খেলেছেন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে।
তাদের রেখে যাওয়া আসনে কারা হবেন অধিপতি? সেই প্রশ্নের উত্তর এবার দিলেন স্বয়ং কেন উইলিয়ামসন। সম্প্রতি এক সাক্ষাৎকারে উইলিয়ামসন জানিয়েছেন, ‘যাদের নাম মাথায় আসে বহু-ফরম্যাটে পারফরম্যান্সের ভিত্তিতে, তারা হলো যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, রচিন রবীন্দ্র ও হ্যারি ব্রুক। এবং ক্যামেরন গ্রিন। ওরা সবাই দুর্দান্ত প্রতিভা এবং ইতিমধ্যেই তিন ফরম্যাটে নিজেদের সামর্থ্য দেখিয়েছে।’
যশস্বী জয়সওয়াল ইতিমধ্যেই টেস্ট ক্রিকেটে নিজেকে প্রমাণ করেছেন। অভিষেকেই সেঞ্চুরি, ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে রেকর্ড ৭০০-এর বেশি রান, আর গত বছর অস্ট্রেলিয়ায় পার্থ টেস্টে শতকের মাধ্যমে ভারতের একমাত্র জয় এনে দেওয়া—সব মিলিয়ে তিনি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
শুভমান গিলকে নিয়ে প্রত্যাশা দীর্ঘদিনের। যুব দলে সাফল্যের পর জাতীয় দলেও নিজেকে প্রমাণ করতে সময় নেননি। তাঁর টেম্পারামেন্ট ও টেকনিক সেরা হওয়ার আভাস দিয়েছে অনেক আগেই।
রচিন রবীন্দ্র, ২০২৩ বিশ্বকাপে তার অলরাউন্ড পারফরম্যান্স দিয়ে নজর কেড়েছেন সবার। টপ অর্ডারে ব্যাটিংয়ের পাশাপাশি অফস্পিনেও কার্যকর রচিন হয়ে উঠেছেন দলের অপরিহার্য অংশ।
হ্যারি ব্রুক ইংল্যান্ডের হয়ে তিন ফরম্যাটেই দুর্দান্ত শুরু করেছেন। মিডল অর্ডারে তার অ্যাটাকিং ব্যাটিং ইংল্যান্ডের “বাজবল” কৌশলের মূলে রয়েছে। আর অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন—একজন প্রকৃত অলরাউন্ডার। উচ্চতা, শক্তি ও ধৈর্যের সংমিশ্রণে বল হাতে যেমন কার্যকর, ব্যাট হাতেও তেমনি ম্যাচ গড়ার সামর্থ্য রাখেন।
সময়ের টানাপোড়েনে বিদায় হয়, কিন্তু ক্রিকেটের গল্প থেমে থাকে না। নতুনদের হাতেই এবার সেই কলম উঠবে, যারা লিখবে পরবর্তী অধ্যায়ের গল্পগুলো।