বিশ্বকাপের চূড়ান্ত সূচি ঘোষণা এখনো বাকি। আয়োজক ভারত ইতোমধ্যেই খসড়া সূচী পাঠিয়েছে অংশগ্রহণকারী দেশগুলোর ক্রিকেট বোর্ডের কাছে। এই খসড়া সূচীতে নিজেদের নানান আপত্তির কথা জানিয়েছে পাকিস্তান।
নিরাপত্তার কারণে ভারতের বিপক্ষে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে আপত্তি জানানোর সিদ্ধান্তটা সবাই স্বাভাবিক হিসেবেই নিয়েছে। কিন্তু সবাইকে অবাক করে অদ্ভুত এক কারণে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি চেন্নাইয়ে খেলতে আপত্তি জানিয়েছে পাকিস্তান।
আয়োজক ভারতের করা খসড়া সূচি অনুযায়ী, ২০ অক্টোবর ব্যাঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার কথা পাকিস্তানের। এর তিন দিন পর চেন্নাইয়তে আফগানিস্তানের মুখোমুখি হবার কথা রয়েছে বাবর আজমের দলের। কিন্তু চেন্নাইয়ের উইকেট ঐতিহাসিক ভাবেই কিছুটা স্পিন সহায়ক হওয়াতে আফগানিস্তানের বিপক্ষে সেই ভেন্যুতে খেলতে রাজি নয় পাকিস্তান।
পাকিস্তানের এমন অদ্ভুত প্রস্তাবে বিস্মিত পাকিস্তানের সাবেক ক্রিকেটাররাও। পাকিস্তানের সাবেক লেগ স্পিনার দানিশ কানেরিয়াও বেশ বিরক্ত ক্রিকেট বোর্ডের এমন আপত্তিতে।
নিজের ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে কানেরিয়া বলেন, ‘পাকিস্তান চেন্নাইতে আফগানিস্তানের বিপক্ষে খেলতে আপত্তি জানিয়েছে। আমি তাদের এই সিদ্ধান্ত কিছুতেই বুঝতে পারলাম না। তারা চেন্নাইয়ে খেলতে চায় না সেখানে টার্নিং পিচ হয়। তোমরা কি রশিদ খান এবং আফগানিস্তানের অন্য স্পিনারদের খেলতে ভয় পাও? তারা কি মনে করে এই উইকেটে তারা প্রতিপক্ষকে হারাতে পারবে না? এমন ধরণের অনুরোধ করার কোনো মানেই নেই।’
এছাড়াও আহমেদাবাদে খেলতেও আপত্তি জানিয়েছে পাকিস্তান। গুজরাটে পাকিস্তান দলের নিরাপত্তার কথা চিন্তা করেই এমন আপত্তি জানিয়েছিল নাজাম শেঠির ক্রিকেট বোর্ড। খসড়া সূচি অনুযায়ী আগামী ১৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবার কথা দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের।
কানেরিয়া বলেন, ‘পাকিস্তান অদ্ভুত সব জিনিস করে যাচ্ছে। আমি জানি না এসব কি শুধুমাত্র খবরে থাকার জন্য নাকি অন্য কোনো কারণে করছে তারা। পিসিবি আহমেদাবাদে ভারতের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানিয়েছে। এটা বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম। সবচেয়ে বেশি মানুষ এখানে এসে খেলা দেখতে পারবে। এটা দারুণ একটা স্টেডিয়াম যাতে বিশ্বমানের সব সুযোগ সুবিধা আছে।’