বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের প্রথম ম্যাচে মিনিস্টার গ্রুপ ঢাকাকে ৫ উইকেটের হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করেছে খুলনা টাইগার্স।
মিরপুরে টসে হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে মিনিস্টার গ্রুপ ঢাকা। মোহাম্মদ শাহজাদ ও তামিম ইকবালের ঝড়ো ব্যাটিংয়ে ওপেনিং জুটিতেই ৬৯ রান তুলে ঢাকা। দলীয় ৬৯ রানে তানজিদ হাসানের দুর্দান্ত এক থ্রো’য়ে রান আউটের ফাঁদে পড়ে আউট হন শাহজাদ। ২৭ বলে ৪১ রানের ইনিংস খেলে আউট হন তিনি। তবে একপ্রান্তে তামিম ইকবাল তুলে নেন আসরের প্রথম ফিফটি। দ্বিতীয় উইকেটে নাইম শেখকে নিয়ে গড়েন ৪০ রানের জুটি। এরপর দলীয় ১০৯ রানে ব্যক্তিগত ৪২ বলে ৫০ রানে কামরুল রাব্বির বলে আউট হন তামিম।
থিসারা পেরেরার ইয়োর্কারে বোল্ড হয়ে দ্রুতই ফিরেন নাইম শেখও। অদ্ভুত ভাবে রান আউটের শিকার হন আন্দ্রে রাসেল! মাত্র ৭ রানে রাসেল ফিরলে ১২৫ রানে ৪ উইকেট হারায় ঢাকা। তবে জহুরুল ইসলাম ও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে এগোতে থাকে ঢাকা। জহুরুল ১২ রানে ফিরলেও রিয়াদের ২০ বলে ৩ ছক্কা ও ২ চারে ৩৯ রানের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৩ রান সংগ্রহ করে ঢাকা। খুলনার পক্ষে ৪৫ রানে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন রাব্বি।
১৮৪ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ইনিংসে দ্বিতীয় ওভারেই শুভাগত হোমের বলে বোল্ড হয়ে ফিরেন তানজিদ হাসান। এরপরই আন্দ্রে ফ্লেচার ও রনি তালুকদারের ঝড়ে প্রাথমিক ধাক্কা সামাল দিয়ে জয়ের লক্ষ্যে ছু্ঁটতে থাকে খুলনা।
দ্বিতীয় উইকেটে দু’জনে মিলে যোগ করেন ৭২ রান। এরপর দলীয় ৮০ রানে ২৩ বলে ৪৫ রানে আউট হন আন্দ্রে ফ্লেচার। দ্রুতই ফেরত যান মুশফিকও। ১০৩ রানে ৩ উইকেট হারায় খুলনা। একপ্রান্ত আগলে রেখে দুর্দান্ত এক ফিফটি তুলে নেন রনি তালুকদার। ধীরে ধীরে জয়ের দিকে এগোতে থাকে খুলনা। দলীয় ১৩৪ রানে ৪২ বলে ৬১ রানে রনি ফিরলে ম্যাচে ফিরে ঢাকা।
তবে থিসারা পেরেরার তান্ডবে শেষ পর্যন্ত ৫ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে খুলনা। পেরেরার ১৮ বলে ৬ চারে অপরাজিত ৩৬ রানে ১ ওভার হাতে রেখেই ৫ উইকেটের জয় তুলে নেয় খুলনা।
সংক্ষিপ্ত স্কোরঃ
মিনিস্টার গ্রুপ ঢাকা – ১৮৩/৬ (২০ ওভার); তামিম ৫০(৪২), শাহজাদ ৪২(২৭), মাহমুদউল্লাহ ৩৯(২০); রাব্বি ৪-০-৪৫-৩, ৪-০-২৭-১।
খুলনা টাইগার্স – ১৮৬/৫ (১৯ ওভার); রনি ৬১(৪২), ফ্লেচার ৪৫(২৩), পেরেরা ৩৬(১৮)*; রাসেল ৪-০-৪২-২, এবাদত ৩-০-২৭-২।
ফলাফলঃ খুলনা টাইগার্স ৫ উইকেটে জয়ী।