কিং জেমসের রাজকীয় ইতিহাস

ইতিহাস গড়েছেন লেব্রন জেমস। কথাটা নতুন কিছু নয়, যাকে ভালোবেসে ‘এনবিএ’ দর্শকেরা নাম দিয়েছে কিং জেমস, তাঁর রেকর্ডে অবাক হওয়ার মতন কিছু নেই। তবে ১, ২ আর ৩ পয়েন্টের খেলায় ৩৫ হাজার পয়েন্ট পূরণ করলে তা নিয়ে মাতামাতি হওয়াটাই স্বাভাবিক। গত ৭৫ বছর ধরে চলা ‘এনবিএ’ লিগে মাত্র তিনজন ছুঁয়েছেন এই রেকর্ড। কিন্তু রেকর্ড গড়ার দিনে বেরসিকের মতন হেরে গিয়েছে তাঁর দল লস অ্যাঞ্জেলেস লেকার্স।

পরশু লেকার্সকে কোর্টে নামতে হয়েছিল নিয়মিত তারকা অ্যান্থনি ডেভিস আর ডেনিস শ্রোডারকে ছাড়া। কোভিড-১৯ এর প্রটোকল নেমে তাঁদেরকে এ ম্যাচ দেখতে হয়েছে বাসা থেকেই। সেই ধাক্কাটা যে বেশ বড়সরই ছিল সেটা বোঝা গিয়েছে কোর্টে নেমে। প্রথম তিন হাফেও লিড পায়নি তারা। শেষ হাফে যখন নেটসকে ছাড়িয়ে গিয়েছিল, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে।

নেটসের বিপক্ষে মাইলফলক ছুঁতে মাত্র ১৫ পয়েন্ট প্রয়োজন ছিল লেব্রন জেমসের। তা অবশ্য ম্যাচের সেকেন্ড হাফ শেষ হওয়ার আগেই তা ছুঁয়ে ফেলেন ‘কিং জেমস’। শেষপর্যন্ত ম্যাচ শেষ করেন ৩২ পয়েন্ট নিয়ে। কিন্তু তাঁর ৮ রিবাউন্ড আর ৭ এসিস্ট কোনো কাজেই আসেনি লস অ্যাঞ্জেলেস লেকার্সের। বরং ব্রুকলিন নেটসের কাছে ১০৯-৯৮ পয়েন্টে হেরে যায় তার দল লেকার্স। নেটসের সেরা দুই তারকা জেমস হার্ডেন ও জো হ্যারিস স্কোর করেন যথাক্রমে ২৩ ও ২১ পয়েন্ট।

রেকর্ড গড়েই ক্ষান্ত হয়েছেন তা কিন্তু নয়। ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন ‘এনবিএ’ ইতিহাসে এই রেকর্ড আছে মাত্র ৩ জনের। তালিকার প্রথমে আছেন করিম আব্দুল জব্বার। লস অ্যাঞ্জেলস লেকার্স ও মিলওয়াকি বাকসের কিংবদন্তির মোট স্কোর ৩৮, ৩৮৭ পয়েন্ট। ২০ মৌসুম এনবিএ খেলে বাগিয়ে নিয়েছেন ৬ টি চ্যাম্পিয়নশিপ।

তালিকায় দ্বিতীয়তে থাকা কার্ল ম্যালনের সে সুযোগ হয়নি। ১৯ মৌসুম খেলেও কোনো চ্যাম্পিয়নশিপের দেখা পাননি তিনি। ইউটাহ জ্যাজের কিংবদন্তি শেষ মৌসুমে যোগ দিয়েছিলেন এলএ লেকার্সে, সেখানেও ভাগ্যের শিকে ছিড়েনি। ক্যারিয়ার শেষ করেছেন ৩৬, ৯২৮ পয়েন্ট স্কোর করে।

আর তালিকার তৃতীয় নাম হিসেবে যুক্ত হয়েছেন লেব্রন জেমস। ২৬ বছর বয়সী লেব্রন সবচেয়ে কম বয়সে এমনকি সবচেয়ে কম ম্যাচ খেলে ছুঁয়েছেন এই রেকর্ড। কার্ল ম্যালন যে মৌসুমে খেলা ছাড়লেন, সেই মৌসুমেই ক্লিভল্যান্ড ক্যাভালেয়ার্সের হয়ে অভিষেক হয় লেব্রন জেমসের। ১৮ মৌসুম খেলে ৩৬ বছর বয়সে এসে রেকর্ডবুকে নাম লেখালেন জেমস।

লেব্রন জেমসের পরের দুই স্থানে রয়েছেন কোবে ব্রায়ান্ট ও মাইকেল জর্ডান। যারা রয়েছেন যথাক্রমে ৩৩,৬৪৩ ও ৩২,২৯২ পয়েন্ট স্কোর নিয়ে। ৩০ হাজারি ক্লাবের অন্য দুই সদস্য হলেন ডার্ক নভেৎস্কি ও উইল্ট চেম্বারলিন।

তবে এই ম্যাচ হেরে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে লস অ্যাঞ্জেলস লেকার্স। ২২ জয় আর ৮ পরাজয়ে তাদের অবস্থান ইউটাহ জ্যাজের পরেই। ওয়েস্টার্ন কনফারেন্সেও ইউটাহ জ্যাজের পরেই তাদের অবস্থান। করোনা ভাইরাস প্যান্ডেমিকের কারণে এই মৌসুমে ১০ ম্যাচ কম অনুষ্ঠিত হবে। প্রতি মৌসুমে ৮২ ম্যাচের সিজন হলেও এবার তা হবে ৭২ ম্যাচের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link