মাত্রই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছিল পাকিস্তান, হেড কোচ গ্যারি কার্স্টেন বোধহয় তৃপ্তির ঢেঁকুর তুলেছিলেন। কিন্তু সুসময় দীর্ঘস্থায়ী হলো না, অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে হুট করেই পদত্যাগ করে বসলেন তিনি। তখনই বোঝা গিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এর সাথে ঠিকঠাক বোঝাপড়া হয়নি।
তবে এবার সালমান বাট জানালেন চাঞ্চল্যকর সব তথ্য, নিজের ইউটিউব চ্যানেলে কার্স্টেনের পদত্যাগের ব্যাপারে কথা বলতে গিয়েছে তুলে ধরেছেন বিভিন্ন বিষয়। তাঁর মতে, প্রোটিয়া কোচের একাধিক অনুরোধ প্রত্যাখ্যান করায় এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
সালমান বলেন, ‘আমি যা শুনেছি, কার্স্টেন কয়েকজন ক্রিকেটারকে দলে দেখতে চেয়েছিল। তাঁরা কারা সেটা আমি জানি না ঠিক, তবে চার পাঁচ জন এমন আছেন। শাদাব খান সম্ভবত এদের মধ্যে একজন। কিন্তু কোচের পছন্দকে গুরুত্ব দেয়া হয়নি। তাছাড়া সে কোচিং প্যানেলে নিজের পছন্দের কিছু মানুষকে চেয়েছিল। সেই অনুরোধও রাখেনি পিসিবি।’
সবশেষে এই কিংবদন্তি কোচ হুমকি দিয়ে বসেন বোর্ডকে, সেটাই কাল হয়েছে তাঁর জন্য। এ নিয়ে সাবেক পাক তারকা বলেন, ‘পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে পিসিবিকে সে বলেছিল তাঁর দাবি পূরণ না হলে অস্ট্রেলিয়া সফর করবে না।’
একই সাথে সদ্য বিদায়ী কোচের দায়িত্ববোধ নিয়েও প্রশ্ন তুলেছেন এই ব্যাটার, তিনি বলেন, ‘গ্যারি কার্স্টেন কি ভারত থেকে প্রতিদিন দক্ষিণ আফ্রিকা বেড়াতে চলে যেত? কেবল আলোচনার সময় আসতো? সে যেভাবে ছুটি কাটায় সেটা অযৌক্তিক। আর অফ ফর্মের কাউকে দলে চাইলে নির্বাচকরা যদি সেটা না শোনে তাহলে সেটা ভুল কিছু নয়।’
এক্ষেত্রে বব উলমারের প্রসঙ্গ এনে তিনি বলেন, ‘বিদেশি কোচ আনলে তাঁকে একটা নির্দিষ্ট সময়ের জন্য পাকিস্তানে থাকতে হবে। বব উলমার প্রতিদিন দক্ষিণ আফ্রিকায় বেড়াতে যাননি। তিনি ঘরোয়া ক্রিকেটের ম্যাচ, ক্লাব ম্যাচ দেখতেন। প্রতিটি ক্রিকেটারের সাথে দেখা করতেন। এমনকি যখন তিনি অবসর থাকতেন তখন তিনি এ দলের সাথে জিম্বাবুয়ে এবং নামিবিয়া ভ্রমণ করেছিলেন।’