কে হবেন কলকাতা নাইট রাইডার্সের নতুন অধিনায়ক? এই প্রশ্নের জবাবে অপেক্ষা করছে বড়-সড়ো চমক। জানা গেছে, বাইরে থেকে কাউকে এনে অধিনায়কের দায়িত্ব দিতে চায় না কেকেআর।
বরং, অনেকদিন দলের সাথে আছে, দলের অন্দরমহলের সব কিছুর ব্যাপারে জানা-শোনা আছে – এমন কারো ওপর ভরসা রাখতে চায় কেকেআর। তাই তো, তাঁরা ভরসা রাখতে ঘরের ছেলে রিঙ্কু সিংয়ের ওপর।
হ্যাঁ, কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হতে যাচ্ছেন রিঙ্কু সিং। তাঁকে ঘিরেই পরিকল্পনা সাজাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। রিঙ্কু সিংয়ের চাপের মধ্যে এগিয়ে এসে দায়িত্ব নেওয়ার ক্ষমতা রয়েছে, সেটাই অধিনায়কত্বের ক্ষেত্রে এক্স ফ্যাক্টর বলে বিবেচনা করছে কলকাতার ম্যানেজমেন্ট।
গেল আসরে ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক ছিলেন শ্রেয়াস আইয়ার। তাঁকে ছেড়ে দিয়ে রিটেনশন তালিকায় বড় চমক দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। দলটি ধরে রেখেছে রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, বরুণ চক্রবর্তী, হার্ষিত রানা ও রমনদ্বীপ সিংকে। কেকেআরের রিটেনশন তালিকায় আরও জায়গা হয়নি ফিল সল্ট, নীতিশ রানা, ভেঙ্কটেশ আইয়ার, মিশেল স্টার্কের মত তারকাদের।
বাইরে থেকে কাউকে এনে নেতৃত্ব দেওয়ার একটা ভাবনা ছিল। তবে, আপাতত নিজেদের প্রোডাকশনের ওপরই ভরসা করতে চায় কেকেআর। আর সেখানে এই মুহূর্তে আসলেই রিঙ্কু সিংয়ের কোনো বিকল্প নেই।
কেকেআরের হয়ে বিগত কয়েক বছরে বেশ দায়িত্ব নিয়ে ব্যাট করেছেন রিঙ্কু। আইপিএলে ৪৫ টি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে রিঙ্কু সিংয়ের। চারটি হাফ-সেঞ্চুরির সৌজন্যে করেছেন মোট ৮৯৩ রান। একাধিক ম্যাচ উইনিং ইনিংস খেলেছেন। দুর্দান্ত ও বোলিংটা এখানে বাড়তি পাওয়া।