ওয়ানডে ছেড়ে টেস্ট খেলা উচিত ছিল কোহলির!

টেস্ট দলে বিরাট কোহলির শূন্যতা অনুভব করছে ভারত দল। চলমান দক্ষিণ আফ্রিকা সফরটাই যেন এই কথাটার বাস্তব প্রমাণ। তাই তো ভারতের টেস্ট ক্রিকেটে কোহলির অনুপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রাক্তন ক্রিকেটার শ্রীবৎস গোস্বামী।

টেস্ট দলে বিরাট কোহলির শূন্যতা অনুভব করছে ভারত দল। চলমান দক্ষিণ আফ্রিকা সিরিজটাই যেন এই কথাটার বাস্তব প্রমাণ। তাই তো ভারতের টেস্ট ক্রিকেটে কোহলির অনুপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রাক্তন ক্রিকেটার শ্রীবৎস গোস্বামী।

দক্ষিণ আফ্রিকার সঙ্গে প্রথম টেস্ট হারের পর এবার সিরিজটাই হাতছাড়া করে ফেলেছে ভারত। চারিদিকে সমালোচনা, ঘরের মাঠে ভারতের এমন দশা কোনভাবেই মেনে নেওয়া যায় না।

তাই তো শ্রীবৎস ক্ষোভ প্রকাশ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আদর্শভাবে বিরাটের ওয়ানডে ছেড়ে দিয়ে টেস্ট খেলা চালিয়ে যাওয়া উচিত ছিল। শুধু খেলোয়াড় হিসেবে নয়, তাঁর এনার্জি, আবেগ, দেশের জন্য খেলার ভালোবাসা, সব মিলিয়ে টেস্ট ক্রিকেট ও ভারতীয় দল তাঁকে খুব মিস করছে। তিনি দলকে বিশ্বাস করিয়েছেন যে যেকোনো পরিস্থিতিতে জেতা সম্ভব।’

 বিরাট কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে কেবল ওয়ানডে খেলছেন। টেস্ট ও টি-টোয়েন্টিকে আগেই বিদায় বলেছেন। শেষবার মাঠে নেমেছিলেন অস্ট্রেলিয়া সফরে। ঘরের মাঠে আবারও তাঁকে দেখা যাবে প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজে। তবে গোস্বামীর মতে, টেস্টে যদি কোহলি থাকতেন, ভারতের ব্যাটিং লাইনআপের সমস্যার সমাধান হতো এবং  ভরাডুবিটা অন্তত পক্ষে কম হতো।

নতুন প্রজন্মের ব্যাটাররা চাপের মূহুর্তে নিজেদের দূর্বলতা প্রদর্শন করছে, যা দলের সামগ্রিক পারফরম্যান্সে প্রভাব ফেলছে। চলতি সিরিজে ভারতীয় ব্যাটিং লাইনআপে অভিজ্ঞতার ঘাটতি স্পষ্ট। শ্রীবৎস গোস্বামীর মন্তব্যই বুঝিয়ে দিচ্ছে টেস্টে কোহলির অভাব কতোটা বড় প্রভাব ফেলেছে ভারত দলে।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link