জাম্পার বিপক্ষে রান পাবেন কোহলি!

তবে আম্বাতি রায়ডু ভরসা রাখতে চান স্বদেশী তারকার ওপর, সাম্প্রতিক ফর্ম বিবেচনায় তিনি বলেন, ‘লড়াই হবে অ্যাডাম জাম্পা বনাম বিরাট কোহলির। বিরাট সম্প্রতি লেগ স্পিনারদের বিরুদ্ধে কিছুটা সমস্যার মুখোমুখি হচ্ছে, কিন্তু এই টুর্নামেন্টে সে যেভাবে পারফর্ম করছেন তাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর ওপর বাজি ধরা যায়।’

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ জিতে চ্যাম্পিয়ন্স ট্রফির উন্মাদনা কয়েক গুণ বাড়িয়ে দিলো ভারত। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় সেমিতে তাঁদের প্রতিপক্ষ হয়েছে অস্ট্রেলিয়া; আর ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ মানেই ক্রিকেট দুনিয়া মাতিয়ে দেয়ার মত একটা দ্বৈরথ। তবে দু’দলের দ্বৈরথে আলাদা নজর থাকবে বিরাট কোহলি আর অ্যাডাম জাম্পার ব্যক্তিগত দ্বন্দের দিকেও।

২০১৭ সালের পর থেকে ওয়ানডেতে জাম্পা কোহলির বিপক্ষে খরচ করেছেন ২৪৫ রান, বিনিময়ে পাঁচবার আউট করেছেন তাঁকে। আর এবার দু’জন মুখোমুখি হবে দুবাইয়ের স্পিন বান্ধব উইকেটে, জাম্পা নিশ্চয়ই সেটা ভেবে পুলকিত হচ্ছেন।

তবে আম্বাতি রায়ডু ভরসা রাখতে চান স্বদেশী তারকার ওপর, সাম্প্রতিক ফর্ম বিবেচনায় তিনি বলেন, ‘লড়াই হবে অ্যাডাম জাম্পা বনাম বিরাট কোহলির। বিরাট সম্প্রতি লেগ স্পিনারদের বিরুদ্ধে কিছুটা সমস্যার মুখোমুখি হচ্ছে, কিন্তু এই টুর্নামেন্টে সে যেভাবে পারফর্ম করছেন তাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর ওপর বাজি ধরা যায়।’

নিউজিল্যান্ডের ম্যাচ নিয়ে সাবেক এই ক্রিকেটার বলেন, ‘বিরাটের মাঝে ইনটেন্ট ছিল, প্রত্যাশা ছিল তাঁর ওপর। তাঁকে দেখেই বোঝা যাচ্ছিলো সে বেশ মনোযোগী হয়ে ব্যাট করছিলেন। কিন্তু দুর্ভাগ্য বলতেই হয়, গ্লেন ফিলিপ্স একটা অবিশ্বাস্য ক্যাচ ধরেছে। এমন হয় মাঝে মাঝে, ভাগ্য আপনার পাশে থাকে না। তবে এই রান ক্ষুধা তাঁকে পরের ম্যাচে বড় ইনিংস খেলার পথে নিয়ে যাবে।’

তিনি আরো বলেন, ‘আমরা সবাই কোহলিকে তাঁর সেরা ছন্দে দেখতে চাই। আমাদের পূর্ণ সমর্থন আছে তাঁর প্রতি। ফিলিপ্স আজকের (নিউজিল্যান্ড ম্যাচে) দিনটা নষ্ট করেছে, কিন্তু সেমিফাইনালে সে জ্বলে উঠবে।’

২০২৩ সালে জাম্পা অবশ্য বিরাট কোহলির উইকেট নিতে পারেননি, ৫২ বলের বিপরীতে খরচ করেছেন ৫০ রান। এই ধারাবাহিকতা কি ধরে রাখতে পারবেন ভারতীয় তারকা নাকি অজি স্পিনার তাঁর কব্জির মোচড়ে বোকা বানাবেন তাঁকে – উত্তর জানা যাবে শীঘ্রই।

Share via
Copy link