দ্য কিং কিলিয়ান এমবাপ্পে

বিশেষ অর্জনের দিনে উদযাপনও তাই হয়েছে মন খুলে; কখনো ক্রিশ্চিয়ানো রোনালদোর মত করে ‘ক্যালমা ক্যালমা’ ভঙ্গি, যেন সমর্থকদের বলতে চাইলেন ‘শান্ত হও, পিকচার আভি বাকি হ্যায়’। আবার ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে জুটি বেঁধে নিজের চিরচেনা উদযাপনটাও করেছেন তিনি। সবমিলিয়ে দশে দশ পাওয়ার মত পারফরম্যান্স আসলে।

এমবাপ্পে জাস্ট প্ল্যান্ট হিম ইন দ্য গ্রাউন্ড – কিলিয়ান এমবাপ্পে যখন দ্বিতীয় গোলটা করলেন তখন এভাবেই নিজের বিস্ময় প্রকাশ করেন ধারাভাষ্যকার। জোসে গাভার্দিওলকে নাকানিচুবানি খাওয়ানোর ধরন দেখলে এটা ছাড়া বলার কি-ই বা থাকে। তবে কেবল দ্বিতীয় গোলে নয়, কিংবা একজনকে নয়; পুরো ম্যাচ জুড়েই তিনি ম্যানচেস্টার সিটিকে নাকানিচুবানি খাইয়েছেন, একেবারে পর্যদুস্ত করে ছেড়েছেন।

রিয়াল মাদ্রিদ জানে এমবাপ্পে কি করতে পারতেন, এমবাপ্পে নিজেও জানেন সেটা। তাই তো রাউল আসেন্সিও ম্যাচের শুরুতেই ওমন উচ্চ বিলাসি একটা পাস দিলেন, আর ফলাফল – গোল। এরপর থেকে এমবাপ্পে যা করতে চেয়েছেন তাই করেছেন; স্টেপ ওভার, বডি ডজ, ড্রিবলিং সবকিছুতেই বলটা তাঁর কথামত এগিয়েছে।

এরপর তো সেই নান্দনিক গোল, আর ৬১ মিনিটের মাথায় কেমন অনায়াসে অবলীলায় জালে বল জড়ালেন ফরাসি তারকা। ডি বক্স ভর্তি ডিফেন্ডার ছিল অথচ কেউ পারলো তাঁকে হ্যাটট্রিক থেকে আটকে রাখতে – রিয়ালের সফেদ জার্সি গায়ে চ্যাম্পিয়ন্স লিগের রাতে প্রথম!

বিশেষ অর্জনের দিনে উদযাপনও তাই হয়েছে মন খুলে; কখনো ক্রিশ্চিয়ানো রোনালদোর মত করে ‘ক্যালমা ক্যালমা’ ভঙ্গি, যেন সমর্থকদের বলতে চাইলেন ‘শান্ত হও, পিকচার আভি বাকি হ্যায়’। আবার ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে জুটি বেঁধে নিজের চিরচেনা উদযাপনটাও করেছেন তিনি। সবমিলিয়ে দশে দশ পাওয়ার মত পারফরম্যান্স আসলে।

অল হোয়াইটদের প্রত্যেকেই আসলে দশে দশ পাবেন। রাইটব্যাকে পজিশনে ফেদেরিকো ভালভার্দে যা খেললেন, তরুণ আসেন্সিও যেভাবে পকেটে ফুরলেন সিটির দামী দামী ফরোয়ার্ডদের কিংবা সোবেয়াসের টার্ন আর টুইস্ট; কোনটা রেখে কোনটার কথা বলবেন?

সেই সাথে বলতে হয় কার্লো আনচেলত্তির কথাও, জোড়াতালি দেয়া রক্ষণভাগ, প্রথম লেগে তো একজন প্রোপার ডিফেন্ডার ছিল সেটাও একাডেমি থেকে আসা; তবু অভিযোগ করেননি, জানুয়ারিতে পেপ গার্দিওলার মত টাকা ওড়াননি। কিন্তু দিনশেষে দুই লেগেই জিতলেন প্রতিপক্ষের নাকে রশি বেঁধে – বুঝিয়ে দিলেন ইতালিয়ান বুড়োর এক পা কবরে থাকলেও মস্তিষ্কের ধার কমেনি এক ফোঁটা।

Share via
Copy link