কিলিয়ান এমবাপ্পে, বিধ্বস্ত নগরীর ‘লাইটহাউজ’

ইউরোপের সেরা ক্লাবের দুর্দিনেও কিলিয়ান এমবাপ্পে ছড়িয়েছেন দ্যুতি। সামনের দিনগুলোর এক পূর্বাভাসই তিনি দিয়ে রাখলেন।

বিধ্বস্ত এক নগরী হয়ে টিকে আছে রিয়াল মাদ্রিদ। ধ্বংসযজ্ঞের মাঝে থেকে জ্বলছে এক আলোর রোশনাই। জানান দিচ্ছে অস্তিত্বের। তিনি কিলিয়ান এমবাপ্পে। স্রেফ একজন খেলোয়াড় হিসেবে নয়, নিজের অনবদ্য নৈপুন্যের জোরে মাদ্রিদের ইতিহাসে জায়গা করে নিয়েছেন নিজের প্রথম মৌসুমেই।

অভিষেক মৌসুমে স্পেনের ক্লাবটির হয়ে সর্বোচ্চ গোলদাতা এখন ফ্রেঞ্চ তারকা কিলিয়ান এমবাপ্পে। পেছনে ফেলেছেন ক্লাবটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা ক্রিশ্চিয়ানো রোনালদোকেও। ৩৯ বার জালের ঠিকানা খুঁজে নিয়েছেন তিনি। অথচ, মৌসুমের শুরুতে কি নিদারুণ যন্ত্রনার মধ্য দিয়েই না যেতে হয়েছে তাকে!

নতুন ক্লাব, নতুন পরিবেশ, নতুন সব প্রতিপক্ষ- খাপ খাইয়ে নিতে খানিকটা হিমশিম খাচ্ছিলেন তিনি। চারিদিক থেকে ট্রলের বন্যা, তিরস্কারের ছড়াছড়ি। আত্মবিশ্বাস তার তখন ছুঁয়েছে তলানি। তবে ১৮ বছর বয়সেই যে বিশ্বজয়ের স্বাদ পেয়েছেন- তার কাছে তো এসব মামুলি।

কিলিয়ান এমবাপ্পে ঘুরে দাঁড়ালেন। ইনজুরি জর্জরিত ক্লাবটিকে যতটুকু স্বস্তি দেওয়া যায়- সে প্রচেষ্টা চালালেন। গুরুত্বপূর্ণ সব ম্যাচে তার পা থেকে এসেছে গোল। যদিও সেসব গোলের উদযাপনে বাঁধা হয়ে দাঁড়িয়েছে দলের পরাজয়। তবুও কিলিয়ান এমবাপ্পে নিজের সামর্থ্য, সক্ষমতা আর দক্ষতার প্রমাণ মৌসুমের শেষভাগে এসে রাখতে অন্তত সক্ষম হয়েছেন।

এই মৌসুমে খেলা প্রতিটা টুর্নামেন্টেই তিনি গোল করেছেন সফেদ জার্সিতে। তিন খানা হ্যাটট্রিক করেছেন। এর মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে তিন গোল করা ছাড়াও, চির প্রতিদ্বন্দী বার্সেলোনার বিপক্ষেও রয়েছে তার হ্যাটট্রিক। এছাড়া রিয়াল ভায়োদলিদের বিপক্ষেও করেছিলেন আরও একটি হ্যাটট্রিক।

এছাড়া দুইটি করে গোল করেছেন তিনি পাঁচটি ভিন্ন ম্যাচে। সব মিলিয়ে ৩৯টি গোল করা চাট্টিখানি কথা নয়। নতুন পরিবেশের সাথে মানিয়ে গোলের জাল খুঁজে পাওয়া ভীষণ কঠিন বটে। যেখানে দলের মধ্যমাঠ প্রায় নিষ্ক্রিয়, রক্ষণে ইনজুরির কারণে বেহাল দশা।

ইউরোপের সেরা ক্লাবের দুর্দিনেও কিলিয়ান এমবাপ্পে ছড়িয়েছেন দ্যুতি। সামনের দিনগুলোর এক পূর্বাভাসই তিনি দিয়ে রাখলেন। ইনজুরিও তাকে পেছন থেকে টেনেছে এই মৌসুমে বহুবার। তবুও সকল প্রতিকূলতা ডিঙিয়ে তিনি অভিষেক অধ্যায়কে বর্ণিল করে রাখলেন। স্রেফ অপূর্ণতা শিরোপা জিততে না পারা।

Share via
Copy link