সেই চিরচেনা জাদুর ছড়ি ঘোরাচ্ছেন ১৭ বছরের ছোকড়া

সেই এক ভীষণ মায়াবি ঘোরে সবাইকে আটকে রাখতেই যেন লামিন ইয়ামালের আগমন। তিনি নতুন যুগের জাদুকর।

ব্লাউগ্রানা জার্সি গায়ে, যুগে যুগে জাদুকরের আগমন ঘটেছে। ডিয়েগো ম্যারাডোনা থেকে রোনালদিনহো, বার্সেলোনার ঘরের ছেলে লিওনেল মেসি মন্ত্রমুগ্ধের মত করে কোটি ভক্তকে ভালবাসতে শিখিয়েছেন ফুটবলকে। সবুজ গালিচায় পায়ের কারিকুরিতে তারা এক মায়াজালের সৃষ্টি করে রেখেছিলেন যুগের পর যুগ। সেই এক ভীষণ মায়াবি ঘোরে সবাইকে আটকে রাখতেই যেন লামিন ইয়ামালের আগমন। তিনি নতুন যুগের জাদুকর।

ওই যে সেদিন লম্বা সিল্কি চুলের এক ছোকড়া নামলেন ব্লাউগ্রানা জার্সিতে। এরপর তো বদলে গেল গোটা ইতিহাস।  একবিংশ শতাব্দীর প্রথম দশক থেকে ভক্তরা বারবার প্রেমে পড়েছে বার্সেলোনার। সেই ছোট্ট জাদুকরের বিদায়ের পর যেন প্রেম ফিকে হতে শুরু করেছিল। কাতালান ক্লাবটিও হারিয়ে ফেলতে বসেছিল তার নিজস্ব সত্ত্বা। ধুকতে ধুকতে একেবারে নিঃস্ব হয়ে যাওয়ার উপক্রম।

সেই মুহূর্তে যেন হাত বাড়িয়ে দিলেন এক নতুন জাদুকর। নাম তার লামিন ইয়ামাল। কি বিস্ময়! বা-পায়ে তিনি যখন রাইট উইং দিয়ে আউট সাইট কাট করে ডি বক্সের সামনে ঢোকেন, তখন যেন এক বিভ্রম তৈরি হয়। কখনো মনে হয় সেই লম্বা চুলের ছোকড়া, কখনো আবার লিকলিকে গঢ়নের লামিন। তফাৎ খুঁজে পাওয়ার উপায় নেই।

মেসি, ম্যারাডোনের মত বা-পায়ে বল আটকে থাকে। যেন আদিম কোন সুপার গ্লু লেপ্টে আছে। চোখ ধাঁধানো পারফরমেন্সে ঘরের মাঠে বেনফিকাকে লণ্ডভণ্ড করে দিলেন শেষরাতে। প্রথম গোলটা তিনি করালেন রাফিনহাকে দিয়ে। সারাদিন গোগ্রাসে ফুটবল গেলা দর্শকও ঠিক ঠাওর করতে পারল না, বলটা তিনি বের করলেন কি করে!

এমন দূরদর্শী নজর তো ছিল কেবল লিওনেল মেসির। এরপর লামিন নিজেই এক বাঁকানো শটে স্কোরশিটে নাম তুললেন। বেন্ড ইট লাইক বেকহ্যাম থেকে, বেন্ড ইট লাইক লামিন হতে আর কতক্ষণ! বয়সটা কেবল ১৭। এখনই তিনি গোটা বিশ্বকে পায়ের কারিকুরিতে নাচাচ্ছেন নিত্যদিন।

কোথায় গিয়ে তিনি থামবেন, সেটা পৃথিবীর প্রতিটি ঘূর্ণন ঠিক করে দেবে। কিন্তু জাদু যে তিনি ফিরিয়ে আনছেন, সে বিষয়ে কোন সন্দেহ নেই। বার্সেলোনায় সেই ‘ম্যাজিক্যাল নাইট’ আবার ফিরতে শুরু করেছে। লামিন ফেরাচ্ছেন। শিরোপাও ফিরবে, চ্যাম্পিয়ন্স লিগের খরাও নিশ্চয়ই কাটবে।

Share via
Copy link