টি-টোয়েন্টি বিশ্বকাপের নব্য চ্যাম্পিয়ন ভারত। সে কথা এখন সবারই জানা। তবে বিরাট কোহলি-রোহিত শর্মাদের ভীড়ে অনেকটা ফিঁকে হয়ে গিয়েছেন ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার নাম। সবাই ভুলে গেলেও তাঁকে ভুলে যাননি ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার। তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন, করেছেন প্রশংসা।
বিশ্বকাপের এবারের আসরে একেবারেই মলিন ছিল জাদেজার পারফরম্যান্স। ব্যাটে কিংবা বলে করতে পারেননি আহামরি কোনো পারফরম্যান্স। খেলে গিয়েছেন নিতান্তই সাদামাটাভাবে পুরো টুর্নামেন্ট জুড়ে।
সম্প্রতি বিরাট কোহলি এবং রোহিত শর্মার অবসরের মিছিলে এবার যোগ দিয়েছেন এই অলরাউন্ডার। অবসরের ঘোষণা দিয়েছেন আন্তর্জাতিক ক্যারিয়ারের টি-টোয়েন্টি ফরম্যাট থেকে। তাইতো সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে নিয়ে বিশেষ নোট লিখেছেন শচীন টেন্ডুলকার।
তবে এই বিশ্বকাপের পারফর্ম্যান্স বাদ দিয়ে জাদেজার অবিশ্বাস্য পরিবর্তনের প্রশংসা করেন তিনি। ভারতের এই ডান হাতি কিংবদন্তী ব্যাটার লিখেন, ‘জাদেজা, উদীয়মান অবস্থা থেকে বর্তমানের এই অভিজ্ঞতায় সমৃদ্ধ স্তর পর্যন্ত, তোমার এই পরিবর্তনে আমি সত্যিই অভিভূত।’
জাদেজা প্রসঙ্গে শচীন আর বলেন, ‘বিদ্যুৎ গতির ফিল্ডিং, ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়া কোনো একটি স্পেল , তাছাড়া প্রয়োজনের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা সবখানেই তুমি ছিলে দুর্দান্ত। তোমার টি-টোয়েন্টি ক্যারিয়ারের জন্য শুভেচ্ছা। আগামীর জন্য শুভ কামনা।’
এবারের বিশ্বকাপে ছিলেন না কোনো শিরোনামে। তবে যতটুকু সময় মাঠে ছিলেন, ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে কমবেশী রেখে গিয়েছেন ভূমিকা। বিশ্বকাপের শিরোপা জিতেই তিনি পথ ধরলেন রোহিত-বিরাটের। কেননা দেশকে চ্যাম্পিয়নের তকমা এনে দিয়ে বিদায় নেয়ার সৌভাগ্য ক’জনেরইবা হয়। তবে ভারতের নীল জার্সি গায়ে অন্য ফরম্যাটগুলোতে আবারো সরব হয়ে উঠবেন এই তারকা।