বোলিং অ্যাকশন বিতর্কে কিংবদন্তিরা!

ক্রিকেটে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ এক নিত্যদিনের ঘটনা। হরহামেশাই বোলাদের বিরুদ্ধে ওঠে এমন অভিযোগ। সন্দেহের গ্যাড়াকলে আটকে বিখ্যাত বোলারদের বিপক্ষেও এই অভিযোগ উঠেছে কালেভদ্রে। তেমন পাঁচজন বোলারকে ঘিরেই থাকছে আজকের আয়োজন।

ক্রিকেটে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ এক নিত্যদিনের ঘটনা। হরহামেশাই বোলাদের বিরুদ্ধে ওঠে এমন অভিযোগ। সন্দেহের গ্যাড়াকলে আটকে বিখ্যাত বোলারদের বিপক্ষেও এই অভিযোগ উঠেছে কালেভদ্রে। তেমন পাঁচজন বোলারকে ঘিরেই থাকছে আজকের আয়োজন।

  • জাসপ্রিত বুমরাহ ( ভারত)

ভারতের আইকনিক পেসার জাসপ্রিত বুমরাহ পরিচিত তাঁর ব্যাতিক্রমধর্মী বোলিং অ্যাকশন,নিখুঁত ইয়র্কার এবং নিয়ন্ত্রিত বোলিংয়ের জন্য। যদিও আনুষ্ঠানিকভাবে কখনও তার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়নি।

তবে ক্যারিয়ারের শুরুর দিকে, তাঁর বোলিং অ্যাকশনের গতিবিধি নিয়ে আইনি জটিলতার গুজব ছড়িয়েছিল। তাঁর বোলিং অ্যাকশন অস্বাভাবিক হলেও, হাতের অতিরিক্ত ভাঁজ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের(আইসিসির) অনুমোদিত সীমার মধ্যেই ছিল।

  • সাঈদ আজমল (পাকিস্তান)

দীর্ঘদিন ধরেই পাকিস্তানের স্পিন ডিপার্টমেন্টের দায়িত্ব সামলেছেন সাঈদ আজমল। বোলিংয়ে তাঁর মূল অস্ত্র ছিল দুসরা। তবে ২০১৪ সালে তাঁর বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ ওঠে।

বিশেষ করে, তিনি যখন দুসরা করতেন তাঁর কনুই অতিরিক্ত ভাঁজ হয়ে যেত। যা আইসিসি অনুমোদিত ১৫ ডিগ্রির চেয়েও বেশি ছিল। একারণে  আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িকভাবে নিষিদ্ধ হতে হয়েছিল তাঁকে।

  • শোয়েব আখতার ( পাকিস্তান) 

ক্রিকেট ইতিহাসের অন্যতম দ্রুত গতির বোলার শোয়েব আখতার। তবে তার দিকেও অবৈধ বোলিং অ্যাকশনের আঙুল ওঠে। বিশেষ করে , ১৯৯৯ সালে অস্ট্রেলিয়ায় সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য তিনি দুইবার অভিযুক্ত হন।

পরবর্তীতে অবশ্য  বায়োমেকানিকাল পরীক্ষায় দেখা যায়, তার কনুইয়ের অতিরিক্ত বাঁক স্বাভাবিক শারীরবৃত্তীয় সীমার মধ্যেই রয়েছে। যার ফলে সর্বোচ্চ পর্যায়ে তিনি আবার বোলিং করার অনুমতি পান।

  • হরভজন সিং ( ভারত )

ভারতের ঘুর্ণি জাদুকর হরভজন সিং। তবে রেহাই পাননি তিনিও। ১৯৯৮ এবং ২০০৫ সালে , তাকে দুইবার সন্দেহজনক অ্যাকশনের জন্য চিহ্নিত করা হয়েছিল।

বিশেষ করে, তাঁর ‘দুসরা’ ডেলিভারিটা ১৫ ডিগ্রি অতিক্রম করেছিল।ফলে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে তাঁকে আইসিসির তত্ত্বাবধানে থেকে বোলিং অ্যাকশনে  পরিবর্তন আনতে হয়।

  • মুত্তিয়া মুরালিধরন ( শ্রীলঙ্কা)

 তালিকার সবচেয়ে আলোচিত নামটা শ্রীলঙ্কান গ্রেট মুত্তিয়া মুরালিধরন। যার ঘুর্ণির সামনে মাথা নত করতে বাধ্য হয়েছে দাপুটে সব ব্যাটাররা।

তবে ১৯৯৫ সালে অস্ট্রেলিয়া  সফরের সময় তাঁকে অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত করা হয়।  বায়োমেকানিকাল পরীক্ষায় দেখা যায়, জন্মগতভাবেই কনুইয়ের গঠনগত ত্রুটি রয়েছে তাঁর। পরবর্তীতে আইসিসির নিয়ম অনুযায়ী তাঁর বোলিং অ্যাকশন বৈধ বলে অনুমোদিত হয়।

Share via
Copy link