লিটনের জবাব দেওয়া ইনিংস

প্রত্যাশা আর বাস্তবতার মধ্যে থেকে যাওয়া ফারাকটাই লিটননের বিশ্বসেরা ব্যাটারদের একজন হয়ে ওঠার পথে প্রধান অন্তরায়।

সাদা রুমালে বেঁচে ফিরলেন লিটন দাস। হাতে পেলেন চোট। তবুও অদম্য লিটনের ব্যাট চলল আপন ছন্দে, নিজস্ব গতিতে। সাত ইনিংস পর টি-টোয়েন্টি ফিফটি এলো লিটনের ব্যাট থেকে। বাংলাদেশের পক্ষে টি-টোয়েন্টি সর্বোচ্চ ১৬টি হাফসেঞ্চুরি লেখা হল তার নামের পাশে।

সিরিজ শুরুর আগে তার ঝাঁঝালো মন্তব্য নাড়িয়ে দিয়েছিল ক্রিকেট বোর্ডকে। এরপর সিরিজের প্রথম ম্যাচে লজ্জাজনক পরাজয়। লিটনের ঘাড়ে তাই রাজ্যের চাপ। দ্বিতীয় ম্যাচে তিনি উইকেটের পেছনেও করলেন ভুল। বিচক্ষণতা দেখাতে গিয়ে মিস করেছেন সহজ রানআউট। বিশ্বকাপের আগে শেষ টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে জবাব দেওয়ার অবধারিত হয়ে পড়ল।

এমন ম্যাচে ঠিকই স্বরুপে ফিরলেন লিটন দাস। ভাগ্য সহায় ছিল তার। সেই সহয়তা কাজে লাগিয়ে তিনি দারুণ এক ইনিংস খেলে গেলেন। ক্রিকেটের ব্যাকরণিক শটের পাশাপাশি, খানিকটা টেপটেনিস শটও দেখা গেল লিটনের কাছ থেকে। দলের জয়ের জন্য, যেভাবেই হোক রান সংগ্রহ করে গেছেন লিটন দাস।

তিন ছক্কা ও তিন চারে ৩৭ বলে ৫৭ রানের একটি দারুণ কার্যকর ইনিংস খেলে গেছেন লিটন কুমার দাস। দলীয় ১৩৮ রানের মাথায় আউট হয়েছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। ৩০ বলে ৩৩ রান দরকার ছিল তখন বাংলাদেশের জয়ের জন্য। সিরিজে সমতায় ফেরানোর মঞ্চটাকে একেবারে পোক্ত করে লিটন ছেড়েছেন মাঠ। একেবারে অধিনায়কোচিত এক ইনিংস বললে মোটেও ভুল বলা হয় না।

তার প্রায় ১৫৪ স্ট্রাইকরেটের ইনিংটি অন্তত আবারও প্রমাণ করেছে লিটনের সামর্থ্য। স্রেফ কথা নয়, তিনি কাজেও বড়। এমন দৃঢ়চেতা একজন নেতা বাংলাদেশ দলের জন্য ভীষণ প্রয়োজন। স্রেফ লিটনকে হতে হবে ধারাবাহিক। সর্বশেষ এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে ফিফটি ছাড়ানো ইনিংসের পর সাত ইনিংস বাদে লিটনের ব্যাটে এলো ফিফটি। মাঝের সময়টায় সাত ইনিংসে মোট ৯৫ রান এসেছে তার ব্যাট থেকে।

যার মধ্যে স্রেফ তিনবার তিনি নিজের ইনিংসকে নিয়ে যেতে পেরেছেন দুই অঙ্কের ঘরে। সেটাও আবার থমকে গেছে ২৫ রানের আশেপাশে। এমন অধারাহিকতা লিটনের কাছ থেকে মোটেও নয় প্রত্যাশিত। কিন্তু প্রত্যাশা আর বাস্তবতার মধ্যে থেকে যাওয়া ফারাকটাই লিটননের বিশ্বসেরা ব্যাটারদের একজন হয়ে ওঠার পথে প্রধান অন্তরায়।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link