লিটন নাকি মিরাজ — নতুন টেস্ট অধিনায়ক কে হবেন?

বিসিবির হাতে পর্যাপ্ত সময় আছে। চলতি বছরে বাংলাদেশ খেলবে আর মোটে দু’টি টেস্ট। সেটাও আসছে নভেম্বরে, আয়ারল্যান্ডের বিপক্ষে। এর আগে নেতৃত্বের বড়সড় পরীক্ষার মধ্যে দিয়ে লিটন-মিরাজ, দু’জনকেই যেতে হবে।

নতুন টেস্ট অধিনায়ক কে হবেন—মেহেদী হাসান মিরাজ, নাকি লিটন দাস? প্রশ্নটা উঠে গেছে, কারণ অনেকটা ক্ষোভ থেকেই নেতৃত্ব ছেড়ে দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। তবে যিনি-ই নেতৃত্বের দায়িত্ব পান না কেন, সেটা দেওয়া হবে সদ্য বিদায় নেওয়া এই অধিনায়কের রেসিপি মেনেই।

কারণ, তিনজন আলাদা অধিনায়ক এক ড্রেসিংরুমে দরকার নেই—এই স্পষ্ট যুক্তি দিয়েই টেস্টের নেতৃত্ব ছেড়েছেন শান্ত। লিটন দাস টি-টোয়েন্টি অধিনায়ক, অন্যদিকে মেহেদী হাসান মিরাজ ওয়ানডে অধিনায়ক। দু’জনেরই আগে টেস্ট দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে।

দেশের মাটিতে ২০২৩ সালে দেশের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট অধিনায়কত্ব করতে নেমে বাংলাদেশকে রেকর্ড ব্যবধানে জেতান লিটন দাস। অন্যদিকে, গেল বছর ওয়েস্ট সফরে দু’টি টেস্টে দলের অধিনায়ক ছিলেন মিরাজ। সেখানে বাংলাদেশ ১-১ ব্যবধানে সিরিজ ড্র করে।

সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির সামনে কার্যত দু’টি নাম—লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। দুজনেই যথেষ্ট অভিজ্ঞ, দলের সিনিয়র সদস্য, দুজনেই ইতোমধ্যে জাতীয় দলের হয়ে নেতৃত্ব দিয়েছেন। তবে এবার প্রশ্ন, কে এগিয়ে?

এগিয়ে অবশ্যই মিরাজ। টেস্ট দলে তাঁর জায়গা নিয়ে যেমন প্রশ্ন নেই, তেমনি বিসিবিরও আস্থাভাজন মিরাজ। ২০১৬ সালে অনূর্ধ্ব ১৯ দলকে বিশ্বকাপের সেমিফাইনালে নেওয়ার পর থেকেই মিরাজ বাংলাদেশের ভবিষ্যৎ নেতা। তবে, এবারই প্রথমবারের মত পূর্ণ মেয়াদে ওয়ানডে দলের নেতৃত্ব পেলেন।

তবে, বিষয় হল দুয়ারে আরেকটা ওয়ানডে বিশ্বকাপ। বছর দুয়েক বাদেই। মিরাজকে এখন সেদিকেই মন দিতে হবে। ফলে, টেস্টের বাড়তি দায়িত্ব তাঁর ওপর চাপ না হয়ে যায়, সেটাও বিসিবির ভাবনায় থাকবে। সেদিক বিবেচনা করে লিটনও জোরেসোরেই আছেন আলোচনায়।

তবে, বিসিবির হাতে পর্যাপ্ত সময় আছে। চলতি বছরে বাংলাদেশ খেলবে আর মোটে দু’টি টেস্ট। সেটাও আসছে নভেম্বরে, আয়ারল্যান্ডের বিপক্ষে। এর আগে নেতৃত্বের বড়সড় পরীক্ষার মধ্যে দিয়ে লিটন-মিরাজ, দু’জনকেই যেতে হবে।

লেখক পরিচিতি

সম্পাদক

Share via
Copy link