লিটনের গ্লাভসে জীবনের আশা!

নিতান্ত বাজে বলে লিটনের কল্যাণে বোলারদের নামের পাশে যুক্ত হয়েছে উইকেট। গল টেস্টে বাংলাদেশকে একটু শ্বাস নেওয়ার সুযোগ করে দিলেন লিটন কুমার দাস।

গলের আকাশে ওড়া ঘুরির মত করেই উড়লেন লিটন দাস। ডাউন দ্য লেগ সাইডের একটা বলকে তিনি লুফে নিলেন নিজের দস্তানায়। দূর্দান্ত ক্যাচ। প্রতিকূলতা মধ্যে দাঁড়িয়ে এমন সব প্রচেষ্টাই তো ছাই থেকে অমূল্য রত্ন খুঁজে পেতে সহয়তা করে। লিটন ব্যাট হাতে প্রচেষ্টার সর্বোচ্চটুকু চালিয়েছেন, দস্তানা হাতেও নিবেদনের সম্পূর্ণ নিঙড়ে দিচ্ছেন।

সেঞ্চুরি থেকে মাত্র দশ রান দূরত্বে থেমেছিলেন লিটন দাস। রিভার্স সুইপ করতে গিয়ে তিনি ক্যাচ দিয়েছিলেন কুশল মেন্ডিসের হাতে। কিন্তু সেই মুহূর্তে তার ভাবনা জুড়ে নিজের সেঞ্চুরি নয়, ছিল দলের পক্ষে রান বাড়ানোর চিন্তা। সে কারণেই ব্যক্তিগত মাইলফলক ছাপিয়ে দ্রুত রান তোলার জন্যে ঝুঁকি নিতেও পরোয়া করেননি লিটন।

তার ওই ৭৩ স্ট্রাইকরেটের ইনিংসটির কল্যাণে বাংলাদেশের সংগ্রহ পাঁচশোর কাছাকাছি পৌছাতে পেরেছে। অন্তত প্রথম দুই দিনে বাংলাদেশের ব্যাটিং দেখার পর, এ কথা অকপটে বলে দেওয়া যায়। কিন্তু লিটন স্রেফ ব্যাট হাতে অবদান রেখেই ক্ষান্ত হবেন কেন?

তিনি গল টেস্টের চতুর্থ দিনের সকাল বেলায় ম্যাচের মোমেন্টাম ঘোরানোর সামান্য সুযোগগুলোর পরিপূর্ণতা দিয়েছেন। দিনের প্রথম উইকেট হিসেবে লঙ্কান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা ফিরেছেন প্যাভিলিয়নে। নাঈম হাসানের লেগ সাইডের বলে ধনঞ্জয়ার আলতো টোকা। সেই বলের গতিপথ আন্দাজ করে সঠিক সময়ে তা তালুবন্দী করেন লিটন।

বাংলাদেশের ক্ষীন সম্ভাবনাকে লিটন আরও একটু প্রবল করেন কুশল মেন্ডিসের ক্যাচটা অসাধারণ দক্ষতায় দস্তানাবন্দী করে। হাসান মাহমুদের ছোড়া একটা নির্বিষ বল। লেগ সাইডে পড়েছে, বেশ বাজে বল। এমন বলে কব্জির মোচড়ে চারটি রান আদায় করতে চাইলেন কুশল। কিন্তু বিধিবাম পেছনে যে আছেন এক উড়ন্ত বাজিকর!

লিটন রীতিমত কুশলকে অবাক করে দিয়ে ফাইন লেগের দিকে অগ্রসর হওয়া বলটাকে নিজের আয়ত্বে নিয়েছেন। চতুর্থ দিনের প্রথম ঘন্টায় বাংলাদেশের জোড়া আঘাত। যার সিংহভাগ কৃতীত্ব লিটনের প্রাপ্য। নিতান্ত বাজে বলে লিটনের কল্যাণে বোলারদের নামের পাশে যুক্ত হয়েছে উইকেট। গল টেস্টে বাংলাদেশকে একটু শ্বাস নেওয়ার সুযোগ করে দিলেন লিটন কুমার দাস।

Share via
Copy link