তারকাদের ছাড়াই লিভারপুল-চেলসির গোল উৎসব

চেলসির সময়টা ভাল যাচ্ছে না, লিগে শেষ চার ম্যাচে জিততে পারেনি একটা ম্যাচও। তলানিতে পৌঁছে যাওয়া আত্মবিশ্বাস এবার বোধহয় কিছুটা হলেও ফিরে পাবে দলটা, সেই সাথে হয়তো ভাল সময়ও ফিরবে তাঁদের দুয়ারে।

ছিলেন না মোহামেদ সালাহ, ছিলেন না অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার কিংবা রায়ান গ্রাভেনবার্খ; কোডি গ্যাকপো, লুইস দিয়াজকেও রাখা হয়নি। রক্ষণভাগে ছিলেন না ভার্জিল ভ্যান ডাইক, ইব্রাহিমা কোনাতে, অ্যান্ড্রু রবার্টসন। সবমিলিয়ে এফএ কাপের ম্যাচে লিভারপুলের মূল ফুটবলারদের মধ্যে তেমন কেউই একাদশে ছিলেন না।

এত নেই নেই এর মাঝেও ছিল একটা জিনিস, গোল। দ্বিতীয় সারির দল নিয়েও গোল করতে কার্পণ্য করেনি অলরেডরা। অ্যাক্রেরিংটনকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে দলটা।

গোলের শুরুটা করেছিলেন দিয়েগো জোতা, তবে বিস্ময় সৃষ্টির কাজটা করেছেন ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড। ডি বক্সের অনেকটা বাইরে থেকে কোনাকুনি শটে তিনি কাঁপিয়ে দেন জাল। পরের গোলটা আসে জাইডেন ড্যানসের পা থেকে এবং কফিনে শেষ পেরেক ঠুকে দেন ফেদেরিকো কিয়েসা। এর মধ্য দিয়ে লিভারপুল ক্যারিয়ারে নিজের প্রথম গোল খুঁজে পেলেন ইতালিয়ান তারকা।

অলরেডদের মত একই ভাগ্য চেলসিরও, এফএ কাপ দ্বিতীয় সারির দল নিয়েই বাজিমাত করেছে তাঁরা। কোলে পালমার, এনজো ফার্নান্দেজ, জোডান সানচো কাউকেই মাঠে নামাননি কোচ। এমনকি রক্ষণেও সুযোগ দিয়েছেন তরুণদের, আর সেটাই যথেষ্ট হয়েছে বিশাল জয়ের জন্য।

এদিন পাঁচ পাঁচটা গোল পেয়েছে দ্য ব্লুজরা, বিশেষ করে জোয়াও ফেলিক্স একাই দুই গোল করে সমর্থকদের হাসি চওড়া করেছেন। এর আগে অবশ্য ক্রিস্টোফার এনকুনকু পেনাল্টি মিস করেন, তবে দ্বিতীয়ার্ধে নিজেই গোল করে প্রায়শ্চিত্ত করেছিলেন তিনি। এছাড়া বাকিদের মধ্যে টসিন অ্যাডারাবিয়োর পা থেকে এসেছে জোড়া গোল।

চেলসির সময়টা ভাল যাচ্ছে না, লিগে শেষ চার ম্যাচে জিততে পারেনি একটা ম্যাচও। তলানিতে পৌঁছে যাওয়া আত্মবিশ্বাস এবার বোধহয় কিছুটা হলেও ফিরে পাবে দলটা, সেই সাথে হয়তো ভাল সময়ও ফিরবে তাঁদের দুয়ারে।

Share via
Copy link