ম্যাকগ্রার মাথায় চেয়ার, তাকে পেছনে ফেলে দিয়েছেন লিঁও

হতাশায় চেয়ার মাথায় তুলে ফেললেন গ্লেন ম্যাকগ্রা। তাকে যে পেছনে ফেলে দিয়েছেন নাথান লিঁও। স্বদেশী একজন অনুজের কৃতীত্বে মহারথীদের আর যাই হোক হতাশ হওয়ার বিশেষ কোন কারণ নেই।

হতাশায় চেয়ার মাথায় তুলে ফেললেন গ্লেন ম্যাকগ্রা। তাকে যে পেছনে ফেলে দিয়েছেন নাথান লিঁও। টেস্টে এখন নাথান অজিদের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি বোলার। ইংল্যান্ডের দু’টো উইকেট তুলে নিয়ে টপকে গেছেন দ্য গ্রেট গ্লেন ম্যাকগ্রাকে।  তবে ম্যাকগ্রার ওই প্রতিক্রিয়া ছিল নিছকই এক মজার ছলে করা অভিনয়। অ্যাডিলেড ওভালে উপস্থিত থাকা ম্যাকগ্রা যখন বুঝলেন তার দিকে ক্যামেরা তাক করা হয়েছে, তখনই অভিনেতা বনে গেলেন তিনি।

স্বদেশী একজন অনুজের কৃতীত্বে মহারথীদের আর যাই হোক হতাশ হওয়ার বিশেষ কোন কারণ নেই। তাছাড়া নাথান লিঁওর এই অর্জন অত্যন্ত প্রশংসনীয়। কেননা একজন অফ স্পিনার হিসেবে অস্ট্রেলিয়ার জার্সিতে দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারি হওয়া চাট্টিখানি কথা নয়।

নাথান লিঁওর উইকেট সংখ্যা এখন ৫৬৪টি। ১৪১টি ম্যাচে তিনি মাঠে নেমেছেন অস্ট্রেলিয়ার সফেদ জার্সির গৌরব গায়ে জড়িয়ে। দীর্ঘ এই পথচলায় তিনি ভরসার প্রতীক হয়ে সামনে এসেছেন বহুবার। শেন ওয়ার্নের পর অস্ট্রেলিয়ার জার্সিতে একজন স্পিনারের এত লম্বা যাত্রা হবে, সেটা ছিল কল্পনাতীত।

কেননা অস্ট্রেলিয়ার উইকেট, কন্ডিশন সব-সময়ই দু’হাত ভরে দিয়েছে পেসারদের। এর মধ্যে থেকেও অফস্পিনার হিসেবে টিকে যাওয়া, প্রতিনিয়ত অবদান রেখে যাওয়া বেশ কষ্টসাধ্য কাজ। কিন্তু সাহস দেখিয়েছেন নাথান লিঁও। সেই সাহসের প্রতিদান তিনি পেয়েছেনও। স্পিন সহায়ক নয় এমন কন্ডিশনে নিজের মুন্সিয়ানা প্রদর্শনের সাহস দেখিয়ে তিনি অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে পোক্ত স্থান দখল করে ফেলেছেন।

অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে সফরকারী ইংল্যান্ড আরও এক পরাজয়ের দিকে এগিয়ে যাচ্ছে। তাদেরকে সেদিকে ঠেলে দেওয়ার কাজে নাথান লিঁও নিয়েছেন দুইটি উইকেট। তবে দ্বিতীয় দিনে ইংলিশদের অলআউট না করার আক্ষেপ নিয়েই মাঠ ছেড়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। তবুও হয়ত ম্যাকগ্রা দিনশেষে লিঁওর পিঠ চাপড়ে দিয়ে বলবেন, ‘সাব্বাস’।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link