লিডারশিপ ইউনিটেও ‘চিরচেনা’ মেহেদী

বাংলাদেশের টি-টোয়েন্টি দলে বর্তমানে সেরা স্পিনার শেখ মেহেদি। সেরা হওয়ার পেছনে সবচেয়ে বিশেষ দিকটা ব্যাটারকে রিড করতে পারা। সেই সাথে লাইন-লেন্থ, একুরেসি, ভ্যারিয়েশন তাকে অন্য স্পিনারদের থেকে আলাদা করেছে। তবুও শেখার আগ্রহ কিংবা নিজেকে ছাড়িয়ে যাওয়ার জেদ কমেনি।

মিরপুরের সেন্টার উইকেট। শেখ মেহেদী হাসানের সাথে কোচ সোহেল ইসলাম। এই মেহেদী এখন টি-টোয়েন্টির লিডারশিপ ইউনিটের অংশ। তাঁদের সাথে যোগ হলেন হাসান মুরাদ। সবাই মিলে স্পিনের পুরনো পড়াটাই যেন ঝালিয়ে নিলেন

বাংলাদেশের টি-টোয়েন্টি দলে বর্তমানে সেরা স্পিনার শেখ মেহেদী হাসান। সেরা হওয়ার পেছনে সবচেয়ে বিশেষ দিক হল ব্যাটারকে রিড করতে পারার ক্ষমতা। সেই সাথে লাইন-লেন্থ, একুরেসি, ভ্যারিয়েশন তাকে অন্য স্পিনারদের থেকে আলাদা করেছে। তবুও শেখার আগ্রহ কিংবা নিজেকে ছাড়িয়ে যাওয়ার জেদ কমেনি। তাই তো অনুশীলনে সোহেল ইসলামের ক্লাসে লম্বা সময় ধরে দীক্ষা নিয়েছেন।

শেখ মেহেদি টি-টোয়েন্টি দলে গুরুত্বপূর্ণ রোল প্লে করছেন দীর্ঘ সময় ধরেই৷ ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন হাতেনাতে, হয়েছেন দলের সহ-অধিনায়ক। দায়িত্ব বেড়েছে, চাপটাও হয়তো থাকবে আরও ভালো করার।

হোম অব ক্রিকেটে বাংলাদেশের অন্যতম সেরা স্পিন কোচ সোহেল ইসলামের সাথে মেহেদি কাজ করেছেন স্পট বোলিং নিয়ে। স্টাম্পের সামনে লেন্থ অনুযায়ী কিছু একটা টার্গেট করে বোলিং করতে দেখা যায় তাঁকে। লক্ষ্যভেদও করেছেন বেশ কয়েকবার। যা প্রমাণ করে বল কন্ট্রোলিংয়ের ক্ষেত্রে কতটুকু দক্ষ তিনি!

পাওয়ার-প্লে হোক কিংবা মিডল অর্ডার শেখ মেহেদি অন্যতম ইকোনমিক্যাল বোলার। ক্যারিয়ার জুড়ে ৬.৫৩ স্ট্রাইক রেটটা জানান দেয় সে কথাই। শুধু বল নয়, ব্যাট হাতেও কার্যকর ইনিংস খেলায় সিদ্ধহস্ত এই অলরাউন্ডার। গুরুত্বপূর্ণ সময়ের তাঁর ব্যাটিং কিংবা বোলিং বাংলাদেশ দলের জন্য স্বস্তিদায়ক।

সোহেল ইসলাম এবং শেখ মেহেদির সাথে আরও ছিলেন হাসান মুরাদ। তরুণ এই বাঁহাতি স্পিনার প্রথম শ্রেণি এবং ঘরোয়া লিগে পারফর্ম করে আলোচনায় আছেন তিনি। কড়া নাড়ছেন জাতীয় দলের দরজাতেও।

বাংলাদেশের স্পিন ডিপার্টমেন্ট একটা সময় একা হাতে সামলেছেন সাকিব আল হাসান। ধারাবাহিকতা বজায় রেখে যার যোগ্য উত্তরসূরি হয়ে উঠছেন শেখ মেহেদী। বরাবরই টপ ক্লাস বোলিং করে এসেছেন। তাই তো সহ-অধিনায়ক হওয়ার পর আরও বেশি প্রত্যাশা বাড়ছে তাঁকে ঘিরে।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link