ইতিহাসের পাতায় অজানা এক তাম্বে

নাম মহেশ তাম্বে। বয়স প্রায় ৪০ ছুঁইছুঁই। আন্তর্জাতিক ক্রিকেটে খেলছেন ২০২১ সাল থেকে। তবে এতদিন খুব একটা নজরে ছিলেন না। এবার হয়তো তাঁকে মনে রাখতে হবে।

নাম মহেশ তাম্বে। বয়স প্রায় ৪০ ছুঁইছুঁই। আন্তর্জাতিক ক্রিকেটে খেলছেন ২০২১ সাল থেকে। তবে এতদিন খুব একটা নজরে ছিলেন না। এবার হয়তো তাঁকে মনে রাখতে হবে।

ফিনল্যান্ডের এই ভারতীয় বংশোদ্ভূত মিডিয়াম পেসার টি-টোয়েন্টি ক্রিকেটে গড়েছেন এক ব্যতিক্রমী রেকর্ড—মাত্র ৮ বলের মধ্যে ৫ উইকেট নিয়ে গড়েছেন দ্রুততম ৫ উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড।

এর আগে এই রেকর্ড ছিল বাহরাইনের জুনায়েদ আজিজের দখলে—২০২২ সালে ১০ বলে ৫ উইকেট নিয়েছিলেন জার্মানির বিপক্ষে। আর টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে রশিদ খান ছিলেন সবচেয়ে দ্রুত, ২০১৭ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ১১ বলে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।

তাল্লিনে এস্তোনিয়ার বিপক্ষে ম্যাচে তাম্বে বোলিংয়ে আসেন ১৭ তম ওভারে। নিজের প্রথম ওভারে তৃতীয় বলেই ফিরিয়ে দেন দ্রুততম সেঞ্চুরির মালিক সাহিল চৌহানকে। সাহিল এদিন ১৪ বলে খেলে করেন ২৩ রান। পরের বলেই ফেরান মোহাম্মদ উসমানকে। ওভারের শেষ বলে আউট করেন ওপেনার স্টেফান গুচকে।

পরের ওভারে টানা দুই বলে আউট করেন রূপম বড়ুয়া ও প্রণয় ঘিওয়ালাকে। সব মিলিয়ে ২ ওভারে ১৯ রান দিয়ে ৫ উইকেট। হয়েছেন ম্যাচ সেরা। খুবই অনুমিত এক পুরস্কার।

মজার ব্যাপার হল, এটাই তাম্বের প্রথম আন্তর্জাতিক পাঁচ উইকেট প্রাপ্তি। ২৮ ম্যাচে ২৮ উইকেট নেওয়া এই পেসারের গড় ২২.২৫, ইকোনমি ৬.৮২। তাম্বের ৫ উইকেটেই ১৪১ রানে গুটিয়ে যায় এস্তোনিয়া। পরে অরবিন্দ মোহনের ফিফটিতে ১১ বল আর ৫ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় ফিনল্যান্ড।

Share via
Copy link