মেজর লিগ ক্রিকেট খেলার ইস্যুতে মেজর সংকটে পড়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট দলে তাঁর জায়গা নিয়ে যেমন ইদানিং প্রশ্ন উঠছে, তেমনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতেও তিনি আদৌ ফিট নাকি তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
মেজর লিগ ক্রিকেটে আক্ষরিক অর্থেই নিজেকে হারিয়ে খুঁজেছেন সাকিব। চার ম্যাচে খেলেছেন। সেখানে ব্যাট হাতে তাঁকে চূড়ান্ত ব্যর্থই বলা যায়। চার ইনিংসে করেছেন মোটে ৬০ রান। স্ট্রাইক রেট ১২৫।
বোলিংয়ে সাকিবের অবস্থা আরও পতনশীল। পেয়েছেন মোটে একটি উইকেট। ওভার প্রতি রান গুণেছেন ১১-এরও বেশি।
সাকিবের অফ ফর্মে স্বাভাবিক ভাবেই লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স দল বিরক্ত ছিল। তাই চার ম্যাচ পর আর সাকিবকে আর নাইটসদের একাদশে দেখা যায়নি।
বিদেশি খেলোয়াড়ে অবশ্য লস অ্যাঞ্জেলস দল বেশ শক্তিশালীই ছিল। দলে জেসন রয়, সুনীল নারাইন, ডেভিড মিলার কিংবা আন্দ্রে রাসেলের মত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের গ্রেটরা ছিলেন। যদিও, শাহরুখ খানের দলে শেষ অবধি শেষ রক্ষা হয়নি।
কোয়ালিফায়ারেও পৌঁছাতে পারেনি তাঁরা। নাইটসদের মত দুর্দিনে আছেন খোদ সাকিবও। পারফরম্যান্স নেই, ফিটনেস নেই। চোখের সমস্যা চূড়ান্ত রূপ নিয়েছে। জার্সির কলার কামড়ে মাথার পজিশন ঠিক রাখতে চেয়ে সাকিব কতটা মরিয়া – সেটা ভাইরাল হওয়া ভিডিওতেই পরিস্কার ছিল।
কিন্তু, এতটা মরিয়া হয়েও কোনো লাভ হচ্ছে না সাকিবের। নিজের হারানো সুদিন খুঁজে বেড়াচ্ছেন তিনি। সদ্যই নিজেকে প্রমাণের বড় কোনো মঞ্চও হাতে নেই সাকিবের।
তবে, খেলার সুযোগ তিনি পাচ্ছেন। কানাডার গ্লোবাল লিগ টি-টোয়েন্টির অপেক্ষায় আছেন সাকিব। বাংলা টাইগার্স মিসিসাউগা দলে খেলবেন তিনি।
তবে, সাকিব এখনও আছেন যুক্তরাষ্ট্রে। সময় দিচ্ছেন পরিবারকে। দ্রুতই তিনি চলে যাবেন কানাডায়, গ্লোবাল টি-টোয়েন্টি খেলার জন্য। ১২ আগস্ট পর্যন্ত ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনুমতি আছে তাঁর।
দেখা যাক, আমেরিকার দু:স্বপ্ন তিনি আদৌ কানাডায় ভুলতে পারেন কি না? না পারলে, বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলাটাও বন্ধ হয়ে যাবে সাকিবের।