ম্যানচেস্টার টেস্ট যেন স্টোকসের রেকর্ডের মঞ্চ

এক ইনিংসে ফাইফার ও সেঞ্চুরির রেকর্ডে নিজেকে যুক্ত করে ফেললেন ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক। এখানেই শেষ নয়! 

স্রেফ ২৯ জন খেলোয়াড় গড়েছেন এই বিরল রেকর্ড। সেই ২৯ জন খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকাতে যুক্ত হয়ে গেলেন বেন স্টোকস। এক ইনিংসে ফাইফার ও সেঞ্চুরির রেকর্ডে নিজেকে যুক্ত করে ফেললেন ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক। এখানেই শেষ নয়!

ভারতের বিপক্ষে ম্যানচেস্টার টেস্টে ক্যারিয়ারের পঞ্চম ফাইফারের দেখা পেয়েছিলেন। ভারতের ব্যাটিং অর্ডারে বল হাতে একটা ধ্বংসযজ্ঞ চালিয়েছিলেন তিনি। শুধু টেস্টে ফোকাস করবেন বলেই বাকি সবকিছু থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন বেন স্টোকস। তার কাছে টেস্টের মাহাত্ম্য ঠিক কতটুকু, সে প্রমাণই তিনি রেখেছেন চলতি সিরিজে।

ক্যারিয়ারে প্রথমবার ১২৯ ওভার বোলিং করেছেন তিনি দ্বিপাক্ষিক কোন টেস্ট সিরিজে। অলরাউন্ডার হিসেবে এত ওভার বোলিং করা নিশ্চয়ই নিবেদনের প্রতিচ্ছবি। সেই বেন স্টোকস ব্যাট হাতেও এবার দেখালেন নিবেদনের সর্বোচ্চটুকু।

ভারতীয় বোলারদের তোপের মুখে দাঁড়িয়ে সেঞ্চুরি ছাড়ানো ইনিংস উপহার দিয়ে গেলেন তিনি ম্যানচেস্টার টেস্টের দ্বিতীয় ইনিংসে। ১৪১ রানে থেমেছেন তিনি। ততক্ষণ অবশ্য ইংল্যান্ডের সিরিজ জয়ের সম্ভাবনা হয়ে গেছে অনেক বেশি জোরাল।

আর অন্যদিকে বেশ কিছু মাইলফলকও স্পর্শ করে ফেলেছেন বেন স্টোকস। প্রথমবারের মত টেস্টের এক ইনিংসে সেঞ্চুরি ও ফাইফার তুলে নিয়েছেন। এছাড়াও সাত হাজার টেস্ট রানের ক্লাবের প্রবেশের সাথে সাথে ২০০ টেস্ট উইকেটের মালিকও বনে গেছেন তিনি। বিরল এই ক্লাবের তিনি তৃতীয় সদস্য। তার আগে রয়েছেন স্রেফ স্যার গ্যারি সোবার্স ও জ্যাক ক্যালিস।

এছাড়াও প্রথম ইংলিশ ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটের এই এলিট ক্লাবে প্রবেশ করলেন বেন স্টোকস। ইতিহাসের পাতায় অমরত্ব লাভের এর থেকে ভাল উপায় নিশ্চয়ই আর হতে পারে না।

Share via
Copy link