অ্যাশটন ভিলার ইতিহাসে অন্যতম সেরা গোলরক্ষকের তালিকায় উপরের দিকে থাকবে এমি মার্টিনেজের নাম। ভিলার গোলপোস্টে অতন্দ্র প্রহরী শুধু ছিলেন না, দলকে টেনে তুলেছেন চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চ পর্যন্ত। তবে বহমান সময়ের স্রোতে, ভিলায় এবার প্রশ্ন উঠেছে মার্টিনেজের ভবিষ্যৎ নিয়ে।
ইতিমধ্যেই গুঞ্জন উঠেছে, সৌদি প্রো লিগ থেকে বড়সড় প্রস্তাব পেতে পারেন আর্জেন্টাইন এই গোলরক্ষক। সেই সম্ভাবনা মাথায় রেখেই বিকল্প ভাবতে শুরু করেছে অ্যাশটন ভিলা। ইংল্যান্ডের স্থানীয় সংবাদমাধ্যম ‘বার্মিংহাম মেইল’ দাবি করছে, রিয়াল মাদ্রিদের দ্বিতীয় গোলরক্ষক আন্দ্রেই লুনিনকে দলে টানতে আগ্রহী ভিলা কর্তৃপক্ষ।
২৬ বছর বয়সী ইউক্রেনিয়ান লুনিন বর্তমানে থিবো কুর্তোয়ার ছায়ায় পড়ে থাকলেও, যখনই সুযোগ পেয়েছেন, নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। ২০৩০ সাল পর্যন্ত রিয়ালের সঙ্গে চুক্তিবদ্ধ আছেন লুনিন। তবে তাঁকে নিয়মিত খেলার সুযোগ দেখিয়ে ইংলিশ ক্লাবে নিয়ে আসার পরিকল্পনা করছে অ্যাশটন ভিলা।
অন্যদিকে, মার্টিনেজের অবদান ভিলার জন্য অস্বীকার করার মতো নয়। ২০২০ সালে ভিলা পার্কে পা রাখা এই তারকা ইতোমধ্যেই দু’বার ফিফা বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের অংশ হয়েও নিজেকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করেছেন মার্টিনেজ।
তবে বয়সটা এখন ৩২। ফুটবল ক্যারিয়ারের গোধূলি লগ্নে পৌঁছে যাওয়া এই তারকার জন্য মধ্যপ্রাচ্যের অফার হয়তো লোভনীয়ই হতে পারে। তাছাড়া ভিলার আরেক গোলরক্ষক রোবিন ওলসেনের চুক্তিও শেষ হয়ে যাচ্ছে এই গ্রীষ্মে। ফলে, একসঙ্গে দুই গোলরক্ষক হারানোর ঝুঁকি নিয়েই নতুন বিকল্প খুঁজছে ক্লাবটি।
এখন দেখার বিষয়, ভিলার চূড়ান্ত সিদ্ধান্ত কী হয়। মার্টিনেজ থেকে যাচ্ছেন, নাকি নতুন অধ্যায়ের সূচনা হবে লুনিনের হাত ধরে—তার উত্তর মিলবে ট্রান্সফার উইন্ডোতেই।