গুজব রটেছিল, করোনা ভাইরাসে আক্রান্ত সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার অবস্থার অবনতি হয়েছে। তবে, সে খবর সত্যি নয়। ভাল আছেন মাশরাফি, বাসায় আছেন।
যোগাযোগ করে জানা গেল, নড়াইল দুই আসনের সংসদ সদস্য মাশরাফির অবস্থা স্থিতিশীল আছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েও যতটা ভাল থাকা যায়, ঠিক ততটা ভাল অবস্থাতেই আছেন তিনি। তাঁকে নিয়ে আতঙ্কিত হওয়ার মত কিছু এখনো হয়নি।
বুকের একটা এক্স-রে করানোর নির্দেশনা আছে। করোনা ভাইরাস আক্রান্ত হলে ফলো-আপ চেকাপে এমন নির্দেশনা চিকিৎসকরা দিয়ে থাকেন। সেজন্যই সম্মিলিত সামরিক হাসপাতালে যোগাযোগ করেছে পরিবার।
অ্যাজমার সমস্যা তার পুরোনো, নতুন করে সেটা বাড়েনি। স্রেফ ঘুম কম হচ্ছে, এই সময় সেটা অস্বাভাবিক নয়। তাঁর চিকিৎসার দিকটা দেখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক এ বি এম আব্দুল্লাহ।
জানিয়ে রাখা ভাল, গেল ২০ জুন কোভিড ১৯-এ আক্রান্ত হন মাশরাফি। এর আগে করোনা ভাইরাস প্রতিরোধে মাঠ পর্যায়ে কাজ করেছেন তিনি। দু’বার তাকে ঢাকা থেকে আসতে হয়েছিল নড়াইলে।