গ্লেন ম্যাক্সওয়েল, ফুরিয়ে যাওয়ার গান

যাই ঘটুক না কেন, গ্লেন ম্যাক্সওয়েল ফিরবেন অতি দ্রুতই- এই বিশ্বাস আছে সকলের মাঝে। কেননা  ক্রিকেটের মাঠে প্রত্যাবর্তনের যাত্রা অনেক সময় হয় অত্যন্ত ভয়ঙ্কর সুন্দর।

গ্লেন ম্যাক্সওয়েল, ক্রিকেটের মাঠে এক বিস্ফোরক চরিত্র। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে তাঁর আফগানিস্তানের বিপক্ষে অতিমানবীয় পারফরম্যান্স মনে করিয়ে দেয়, কীভাবে এক ব্যক্তি পুরো ম্যাচের চেহারা বদলে দিতে পারেন!

ম্যাক্সওয়েল তখন ছিলেন অনবদ্য। অসংখ্য বার তিনি একা দলের জয়ে প্রাণবন্ত করে তুলেছিলেন। তার ঝড় তোলা আক্রমণাত্মক ইনিংস গুলো চোখের সামনে ভেসে ওঠে যখন-তখন।

সময়ের চাকা ঘুরেছে, যেন ম্যাক্সওয়েলও বদলে গেছেন তার সাথে। অন্তত বিশাল পরিবর্তন ঘটেছে ম্যাক্সওয়েলের ফর্মে। চলতি বছরের সব ফরম্যাট মিলিয়ে আন্তজার্তিক ক্রিকেটে ১৬ ইনিংস খেলে তার সংগ্রহ ৩৬৪ রান, গড় ২৬। ০, ২, ৩০, ৭, ২০, ৫৯, ১৪*, ১১, ২৮, ০, ২০, ৬, ২৫, ১২, ১২০*, ১০ — এই পরিসংখ্যানগুলো যেন তার সোনালী অতীতের মায়াবী স্মৃতি নিয়ে আসে।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ম্যাক্সওয়েলের ব্যাট যেন ছিল রীতিমত এক তরবারি। আর এখন তিনি যেন সান্ত্বনা খুঁজে বেড়াচ্ছেন। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও নিজেকে হারিয়ে খুঁজেছেন তিনি। ২০২৩ বিশ্বকাপেই যেন দিয়ে ফেলেছেন নিজের শেষটা।

ফর্মের হ্রাস তাকে অনিশ্চিয়তার দিকে ঠেলে দিচ্ছে প্রতিনিয়ত। বিশ্বকাপের পরের সিরিজগুলোতে তার খেলার অবস্থান প্রতিটি ইনিংসে নিচে নামতে থাকল। ২০২৪ সালের প্রথম দিকের ব্যর্থতার পর, তার শট নির্বাচনে এবং মানসিকতা পরিবর্তন প্রয়োজনীয় বলে মনে হচ্ছে খালি চোখে।

ম্যাক্সওয়েল কি পারবেন আবার তার আগের মহিমা ফিরে পেতে? এটি আপাতত অমীমাংসিত এক প্রশ্ন। তবে, ক্রিকেটের অঙ্গনে প্রতিটি খেলোয়াড়ের জীবনে এমন দোলাচল আসে। কিছু সময়ের জন্য, তিনি হয়তো ক্রমাগত সংগ্রাম করবেন, কিন্তু তার অভিজ্ঞতা এবং প্রতিভা তাকে আবারও উজ্জীবিত করতে পারে যেকোন মুহূর্তে।

যাই ঘটুক না কেন, গ্লেন ম্যাক্সওয়েল ফিরবেন অতি দ্রুতই- এই বিশ্বাস আছে সকলের মাঝে। কেননা  ক্রিকেটের মাঠে প্রত্যাবর্তনের যাত্রা অনেক সময় হয় অত্যন্ত ভয়ঙ্কর সুন্দর।

Share via
Copy link