রোবটিক ক্যামেরা ডগ – আইপিএলের নয়া উদ্ভাবন

গোপ্রো ক্যামেরার মতো ক্ষমতাসম্পন্ন ক্যামেরা লাগানো এই রোবোটিক ডগকে ঘুরতে দেখা যাচ্ছে মাঠের চারপাশে। কখনও স্কোয়ার লেগ, কখনও মিড-অফ—সবখান থেকেই পাঠাচ্ছে দর্শকদের জন্য প্রাণবন্ত, একেবারে ভিন্ন এক ভিউ। ম্যাচ দেখার অভিজ্ঞতায় যেন নতুন এক মাত্রা যোগ করেছে এই রোবটটি।

সে হাঁটতে পারে, দৌড়াতে পারে, হার্ট ইমোজি দেখাতে পারে, এমনকি চিয়ারলিডারদের সাথে নাচতেও পারে। ধারাভাষ্যকার ড্যানি মরিসন তাঁর সাথে মজা করেন,  কখনও মহেন্দ্র সিং ধোনি তাঁকে উল্টে ফেলে, কখনও বা অক্ষর প্যাটেল তাঁকে ঘিরে নাগিন নাচ দেখান। সবই হচ্ছে আইপিএলের আলোচিত ‘পেট’ নিয়ে। না, এই পোষা প্রাণীতি আক্ষরিক অর্থে কোনো প্রাণী নয়। এটা একটা রোবট, রোবটিক ডগ।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মানেই সেখানে নতুনত্ব থাকবে, এবার তাঁরা একটা কুকুরের মত দেখতে রোবট নিয়ে হাজির হয়েছে। মূলত উন্নত ক্যামেরা প্রযুক্তিকে কাজে লাগানোর জন্য এই রোবটের আবির্ভাব হয়েছে আইপিএলে। তবে, মূল কাজের চেয়ে বিনোদনেই এর ব্যবহার হচ্ছে বেশি।

এর আগে বাস্কেটবল কিংবা ফর্মূলা ওয়ানে এই ধরণের প্রযুক্তির ব্যবহার দেখেছে ক্রীড়া বিশ্ব। তবে, ক্রিকেটে এটাই প্রথম। আর তার সূচনা হল আইপিএলের হাত দিয়ে। এটা নিছক রোবট নয়। এটা যেন ক্যামেরার চোখে ক্রিকেটের নতুন গল্পকার।

গোপ্রো ক্যামেরার মতো ক্ষমতাসম্পন্ন ক্যামেরা লাগানো এই রোবোটিক ডগকে ঘুরতে দেখা যাচ্ছে মাঠের চারপাশে। কখনও স্কোয়ার লেগ, কখনও মিড-অফ—সবখান থেকেই পাঠাচ্ছে দর্শকদের জন্য প্রাণবন্ত, একেবারে ভিন্ন এক ভিউ। ম্যাচ দেখার অভিজ্ঞতায় যেন নতুন এক মাত্রা যোগ করেছে এই রোবটটি। শুধু ম্যাচেই নয়, প্র্যাকটিসেও কখনও কখনও হাজির হচ্ছে এই রোবট। সেখানে খেলোয়াড়দের সাথে সৃষ্টি হচ্ছে মজার সব মুহূর্ত।

আর শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও চলছে এই রোবটকে ঘিরে উত্তেজনা। আইপিএল কর্তৃপক্ষ ভক্তদের কাছে এই ‘পোষা’ রোবটটির জন্য একটা নাম চেয়ে আহ্বান জানিয়েছে। কারণ, এই রোবট শুধু প্রযুক্তির প্রদর্শনী নয়, হয়ে ওঠে ক্রিকেট ভক্তদের আপন কেউ। কয়েকটা আকর্ষণীয় নামও এর মধ্যে উঠে এসেছে – জ্যাফা, বাডি, চাম্পাক আর চুলবুল! দেখা যাক কোন নামটি শেষ পর্যন্ত বিজয়ী হয়!

Share via
Copy link