চলমান চুক্তিতে আর বাকি ছিলো এক বছর। সময় যতো গড়াচ্ছিলো সঙ্গে সঙ্গে শঙ্কা আর গুঞ্জনও মাথাচাড়া দিয়ে উঠছিলো স্প্যানিশ সংবাদ মাধ্যমে। তবে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে সম্প্রতি লিওনেল মেসির সঙ্গে নতুন চুক্তির আলোচনা শুরু করেছে বার্সেলোনা। নতুন চুক্তি অনুযায়ী বেতন আর বাড়ছে না বার্সা অধিনায়কের, নতুন মেয়াদে আরও দুই বছরের জন্যে নবায়ন করা হবে তার চুক্তিটি।
রবিবার ক্লাবের সভাপতি হোসে মারিয়া বার্তোমেও ও আর্জেন্টাইন তারকার বাবা হোর্হে মেসি আলোচনায় বসেছিলেন। স্প্যানিশ ক্রীড়াদৈনিক মার্কা জানাচ্ছে, আলোচনার মূল ধারাগুলোর সবকটিতেই দুই পক্ষ সম্মত হয়েছে।
বার্সেলোনার পক্ষ থেকে দুই বছরের চুক্তির প্রস্তাব দেয়া হয় ছয়বারের ব্যালন ডি’অর জয়ীকে। যার ফলে ২০২৩ সাল পর্যন্ত বার্সেলোনাতেই থাকবেন মেসি। তবে আগের চুক্তিগুলোর মতো এবারও চুক্তিতে মেসির কাছে থাকছে প্রতি মৌসুম শেষে দল ছাড়ার বিকল্প। আর এই ধারাটা থাকছে পুরোপুরি বার্সা ফরোয়ার্ডের ইচ্ছাধীন, যাতে হস্তক্ষেপের সুযোগ থাকবে না ক্লাব কর্তৃপক্ষের।
নতুন চুক্তি অনুযায়ী বেতন থাকবে আগের মতোই। চলমান করোনাভাইরাস সমস্যা ফুটবল বিশ্বে যে আর্থিক প্রভাব ফেলছে, সেকথা বিবেচনায় রেখে এ সিদ্ধান্তটা এসেছে দুই পক্ষের সম্মতিতে। চূড়ান্ত ঘোষণা কখন আসবে এ ব্যাপারে স্প্যানিশ সংবাদ মাধ্যম এখনো ধোঁয়াশায়। কিন্তু ক্লাবের নির্ভরযোগ্য সূত্র জানাচ্ছে, দুই পক্ষের আলোচনা ঠিকঠাকই চলছে এ পর্যন্ত। কোনো ধারা নিয়ে অভিযোগ নেই কোনো পক্ষেরই। ফলে অচিরেই মেসির চুক্তি নবায়ন করা হওয়ার সম্ভাবনাই প্রবল।
এদিকে মেসির চুক্তির পর গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেনের চুক্তি নবায়নে আগ্রহ বার্সা কর্তৃপক্ষের। লকডাউনের আগেই মূলত শুরু হয়েছিলো দুপক্ষের আলোচনা। করোনাভাইরাসের কারণে উদ্ভূত লকডাউনের কারণে থমকে যায় সেটি। পরিস্থিতি স্বাভাবিক হতেই আবার আলোচনায় বসতে যাচ্ছে দুই পক্ষ।
তবে জার্মান গোলরক্ষকের বেতনের চাহিদা নিয়ে এর আগে বনিবনতা হয়নি দুপক্ষের। যে খবর ফাঁস হয়েছিলো সংবাদ মাধ্যমে। এ কারণে খোদ সভাপতি বার্তোমেওকে আলোচনায় বসতে হয়েছিলো স্টেগেনের সঙ্গে।