তৃতীয় ব্যক্তির আগমন যেকোনো সম্পর্ক নষ্টের কারণ – জীবন দর্শনে কথাটা রূঢ় সত্য। কিন্তু ফুটবলেও যে সেটা সত্য তা বোধহয় জানা ছিল না প্যারিস সেন্ট জার্মেইনের। অবশ্য এতদিনে জানা হয়ে গিয়েছে, লিওনেল মেসির আসার কারণেই নেইমার-এমবাপ্পের জুটিতে বরফ জমেছে।
২০১৭ থেকে ২০২৩ – পিএসজিতে দীর্ঘ সময় একইসঙ্গে কাটিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে এবং নেইমার জুনিয়র। শুরুর দিকে তাঁদের সম্পর্ক ছিল সতীর্থের চেয়ে বেশি কিছু, মাঠ আর মাঠের বাইরে তাঁরা হয়ে উঠেছিলেন বন্ধু। কিন্তু এরপরই হুট করে বদলে যায় হাওয়া, নেইমার পিএসজি ছাড়ার বছর দুয়েক আগে দু’জনের দ্বৈরথ দিনের আলোর মতন স্পষ্ট হয়ে যায়।
কিন্তু কেন, হঠাৎ করে এমন পরিবর্তনের রহস্য কি – বহুদিন ধরেই সমর্থকদের আলোচনায় প্রশ্নটা উঠে আসছে বারবার। তবে এবার উত্তর মিলেছে, নেইমার নিজেই জানিয়েছেন পর্দার পিছনের কথা।
সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে ব্রাজিলিয়ান তারকা কথা বলেছেন নিজের সাবেক সতীর্থকে নিয়ে। সেখানে তিনি বলেন, ‘এমবাপ্পের সঙ্গে শুরুর কয়েক বছর আমার দারুণ বোঝাপড়া ছিল। কিন্তু লিওনেল মেসি এখানে আসার পর সে খানিকটা বদলে গিয়েছিল, একটু ঈর্ষান্বিত হয়ে পড়েছিল আসলে।’
ইনজুরির কারণে নেইমার চাইলেও পিএসজির মেইনম্যান হতে পারেননি, তবে মেসি আসার পর তাঁর দিকেই সব মনোযোগ সরে আসে। সেটা হয়তো সহ্য হয়নি ঘরের ছেলের – আর সেজন্যই ড্রেসিংরুমে এত বিভেদ তৈরি হয় দলটার।
তাছাড়া আর্জেন্টাইন সুপারস্টার পিএসজিতে যোগ দিলে নেইমার এমবাপ্পেকে উপেক্ষা করতে শুরু করেন। স্বাভাবিকভাবেই সেটা ভাল চোখে দেখেননি ২০১৮ বিশ্বকাপজয়ী স্ট্রাইকার। মূলত, এক বনে একাধিক রাজা মিলেমিশে থাকতে পারে না – কথাটাই সত্যি হয়েছে আইকনিক এই ট্রায়োর জন্য।