লাপোর্তা ডাকলে তবেই বার্সায় ফিরবেন মেসি

ঘরের ছেলে ঘরে ফিরবেন এমন খবরেই আপাতত ব্যতিব্যস্ত বার্সেলোনা। মৌসুম যত শেষের দিকে যাচ্ছে, মেসির বার্সেলোনায় ফেরার গুঞ্জন ততই প্রবল হচ্ছে। লিওনেল মেসি যে মৌসুম শেষে পিএসজি ছাড়ছেন তা মোটামুটি নিশ্চিত।

তবে নতুন ভাবে পুরোনো গন্তব্যেই ফিরবেন কিনা মেসি তা এখনও নিশ্চিত হয়নি। মৌসুমের শুরুতেও মেসির বার্সায় ফেরাটা যেখানে অসম্ভব মনে হতো, এখন তা অনেকটাই সম্ভব হবার পথে। মেসি জানিয়েছেন, শুধুমাত্র বার্সা সভাপতি হুয়ান লাপোর্তার কাছ থেকে প্রস্তাব পেলেই বার্সায় ফিরতে রাজি তিনি।

গত শীতকালীন দলবদল চলাকালেই মেসির সাথে চুক্তি নবায়নের কথা ছিল পিএসজির। কিন্তু বেতন সংক্রান্ত জটিলতায় তা আর হয়ে ওঠেনি। প্রস্তাবিত চুক্তিতে ফ্রেঞ্চ তারকা কিলিয়ান এমবাপ্পের চেয়ে কম বেতন ছিল মেসির। কিন্তু সেটা মেনে নেননি মেসির এজেন্ট হিসেবে কাজ করা মেসির বাবা হোর্হে মেসি। অন্যদিকে মেসির বেতন বাড়ানোর প্রস্তাবে রাজি নয় পিএসজি কতৃপক্ষও।

এদিকে পিএসজিতেও সময়টা মোটেও ভালো যাচ্ছে না মেসির। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জিতে আসার পর মেসির ওপর পিএসজি সমর্থকদের প্রত্যাশা ছিলো আকাশচুম্বী। তবে সেই প্রত্যাশা মেটাতে পারেননি মেসি।

ইউরোপীয় শ্রেষ্ঠত্বের আসর চ্যাম্পিয়ন্স লিগ থেকে পিএসজি বাদ পড়েছে শেষ ষোলো থেকেই। মেসিকেও নিয়মিতই দুয়ো দিচ্ছেন পিএসজি সমর্থকরা। এদিকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর নেইমার-মেসিদের বাদ দিয়ে নতুন করে এগোতে চায় পিএসজি, এমন গুঞ্জনও আছে।

তাই সব মিলিয়ে মেসি যে মৌসুম শেষে প্যারিস ছাড়ছেন তা মোটামুটি নিশ্চিত। প্রজন্মের সেরা এই ফুটবলারকে পেতে এরই মধ্যে বিরাট অঙ্কের প্রস্তাব দিয়ে রেখেছে সৌদি আরবের ক্লাব আল হিলাল ও যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামি। কিন্তু মেসি নিজের আরো কিছুটা সময় ইউরোপেই থাকতে চান। স্প্যানিশ গণমাধ্যম গুলোতেও খবর, মেসি ফিরতে যাচ্ছেন ন্যু ক্যাম্পেই।

তবে সমস্যা আছে আরেক জায়গায়। ইচ্ছে করলেই মেসিকে দলে ভেরাতে পারছে না কাতালানরা। তাদের মূল সমস্যাটা আর্থিক টানাপোড়েন। মেসিকে দলে ভেরাতে ইতোমধ্যেই পৃষ্ঠপোষকদের সাথে যোগাযোগ শুরু করেছে বার্সেলোনা। ঘরের ছেলেকে ঘরে ফেরাতে যে আটঘাট বেধেই মাঠে নেমেছে তারা সেটাও স্পষ্ট।

তবে স্প্যানিশ গণমাধ্যম মুন্দো দেপোর্তিবোর খবর, মেসি অপেক্ষায় আছেন বার্সা সভাপতি হুয়ান লাপোর্তার প্রস্তাবের। শুধুমাত্র বার্সা সভাপতি নিজে মেসিকে প্রস্তাব দিলেই ন্যু ক্যাম্পে ফেরার ব্যাপারে ইতিবাচক হবেন মেসি।

কিছুদিন আগেও মেসির বার্সেলোনা ছাড়ার কারণ হিসেবে মেসির বাবা ও ভাই দুষছিলেন লাপোর্তাকে৷ এমনকি লাপোর্তা যতদিন ক্লাব প্রেসিডেন্টের পদে আছে ততদিন মেসি ন্যু ক্যাম্পে ফিরবেন না বলেও জানিয়েছিলেন তারা। তবে বরফ গলতে শুরু করেছে দুই পক্ষের। কিছুদিন আগেই মেসির বাবার সাথে বৈঠক করেছেন লাপোর্তা।

মেসির ন্যু ক্যাম্পে ফেরার ব্যাপারে যে ইতিবাচক লাপোর্তা তা জানিয়েছিলেন তিনিও। তিনি বলেন, ‘মেসি নিজেও জানে, তাঁর জন্য বার্সেলোনার দরজা সব সময়ই খোলা। এখন দেখা যাক। বার্সেলোনা ও মেসির মধ্যকার বর্তমান সম্পর্ক কীভাবে উন্নত করা যাবে, সে নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। মেসি ফুটবল ইতিহাসের সেরা তারকা। বার্সেলোনার ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। মেসি জানে, সে আমাদের হৃদয়েই আছে। সে আমাদেরই অংশ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link