বিশ্বকাপ বাছাই পর্বে কী অবিশ্বাস্য এক ম্যাচ হয়ে গেল বুলাওয়ে কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে!
টস হেরে ব্যাটিংয়ে নেমে আয়ারল্যান্ড প্রথম ওভারেই পরপর দুই বলে হারায় পল স্টার্লিং ও অ্যান্ড্রু বালবার্নিকে। একটু পর হ্যারি টেক্টর ও লর্কান টাকারের বিদায়ে রান হয় ৪ উইকেটে ৩৩। ওপেনিংয়ে নামা অ্যান্ডি ম্যাকব্রাইন যখন ৩২ রানে বিদায় নেন, দলের রান তখন ৫ উইকেটে ৭০।
সেখান থেকে আয়ারল্যান্ড ২৮৬ রান তুলে ফেলে কার্টিস ক্যাম্পারের প্রথম ওয়ানডে সেঞ্চুরিতে। ১২০ রান করেন তিনি ১০৮ বলে। সঙ্গে জর্জ ডকরেল করেন ৬৯ রান।
রান তাড়ায় স্কটল্যান্ড বড় কোনো জুটি গড়তে না পেরে ১৫২ রানের মধ্যে হারায় ৭ উইকেট। ততক্ষণে শেষ ৩৩.৫ ওভার। এরপরই তাদের অবিশ্বাস্য পাল্টা আক্রমণ। মার্ক ওয়াটকে নিয়ে মাইকেল লিস্কের ৬৭ বলে ৮২ রানের জুটি। এরপর সাফইয়ান শরিফকে নিয়ে লিস্কের ২৭ বলে ৫০ রানের জুটি, যেখানে লিস্কের অবদান ১৮ বলে ৪৩।
শেষ ওভারেও নাটক কম হলো না। প্রয়োজন ছিল ৮ রানের। মার্ক অ্যাডায়ারের প্রথম বলেই লং অন ফিল্ডারের মিস ফিল্ডিংয়ে বাউন্ডারি। পরের বলে সিঙ্গেল, তৃতীয় বলে উইকেট। পরের বলে রান নেই, পঞ্চম বলে কিপারের কাছে বল রেখেই বাই থেকে ১ রান। শেষ বলে যখন দরকার ২ রান, লিস্কের ব্যাটের কানায় লেগে কিপারের বাঁ পাশ দিয়ে বাউন্ডারি।
সাত নম্বরে নেমে ৬১ বলে ৯১ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে বাঁধানহারা উদযাপনে মেতে উঠলেন লিস্ক। ধারাভাষ্যকার বললেন, ‘দিস ইজ হোয়াট ড্রিমস আর মেড অফ!’
– ফেসবুক থেকে