বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম ম্যাচেই ‘কমেডি’। সিলেট টাইটান্সের হয়ে টস করতে এসে অধিনায়ক মিরাজ করে বসেন এক ভুল।
টসের সময় দলের বিদেশি খেলোয়াড়দের নাম বলতে গেলে তিনি বলেন সাইম আইয়ুব, হযরতউল্লাহ জাজাই, আমির এবং ‘হ্যারি ব্রুক’ এর নাম। সেই থেকেই আলোচনা শুরু হয় হ্যারি ব্রুকসের বিপিএল উপস্থিতি নিয়ে।
তবে ব্যাপারটা ছিল আপাদমস্তকই মিরাজের ভুল। মূলত তিনি সিলেট দলে থাকা ইংলিশ খেলোয়াড় ইথান ব্রুকসের কথা বলছিলেন। ভুল করে তিনি ইথান ব্রুকসের স্থলে হ্যারি ব্রুকের কথা বলে ফেলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া টসের সময়ের সেই ভিডিওটিতে দেখা যায় সিলেট অধিনায়ক মিরাজ হ্যারি ব্রুকের দলে থাকার কথা বলছেন। অনেকেই তখন ভাবতে শুরু করেন সিলেট কি তবে বিধ্বংসী ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুককে দলে ভিড়িয়েছেন? তবে উত্তর মেলে একাদশের দিকে তাকালেই।
অনেকে আবার বলছেন ইথান ব্রুক নাকি হ্যারি ব্রুকের ভাই, যেই গুঞ্জনও সম্পূর্ণ মিথ্যা। ইথান ব্রুকসের ভাইয়ের নাম হেনরি ব্রুকস। যিনিও একজন পেশাদার ক্রিকেটার।
তবে হ্যারি ব্রুকের সাথে ইথান ব্রুকসের কোনো সম্পর্ক নেই। আর বিপিএলে হ্যারি ব্রুকেরও উপস্থিতি নেই। পুরোটাই অধিনায়ক মিরাজের ভুল।











