আইসিসির স্বীকৃতি পেলেন মিরাজ

দেশসেরা এই অলরাউন্ডার পার করছেন নিজের সেরা সময়। তাই তো এবার স্বীকৃতি স্বরূপ আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটারের খেতাব।

ব্যাট কিংবা বল হাতে এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের কাণ্ডারি মেহেদী হাসান মিরাজ। দেশসেরা এই অলরাউন্ডার পার করছেন নিজের সেরা সময়। তাই তো এবার স্বীকৃতি স্বরূপ আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটারের খেতাব।

সম্প্রতি শেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে ছিলেন দুর্দান্ত। সিলেট টেস্টে দুই ইনিংসে নেন ১০ উইকেট। তবে তার জাদু জমা ছিল চট্টগ্রাম পর্বে। ব্যাট হাতে খেলেন ১০৪ রানের ইনিংস, আর বল হাতে শিকার করেন ৫ উইকেট। বাংলাদেশ ম্যাচ জেতে ইনিংস ও ১০৬ রানে, সিরিজ শেষ হয় ১-১ সমতায়। আর মিরাজ পেয়ে যান ম্যাচ এবং সিরিজ সেরার পুরস্কার।

জিম্বাবুয়ের বিপক্ষে তাঁর পরিসংখ্যান ছিল ২ ম্যাচে  ১৫ উইকেট এবং ১৭৮ রান। নামের পাশে তিন ফাইফার এবং এক সেঞ্চুরি। এমন অনবদ্য এক কাব্য মিরাজকে বসিয়েছে রাজার আসনে। আর এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর র‍্যাঙ্কিংয়েও আসে বড় সুখবর। টেস্টের সেরা অলরাউন্ডার জাদেজার ঘাড়ে মিরাজ নিশ্বাস ফেলছেন দ্বিতীয় নম্বরে অবস্থান করে।

তবে পুরস্কার তখনও বাকী ছিল। ব্লেসিং মুজারাবানি এবং বেন সেয়ারকে টপকে আইসিসি মেনস প্লেয়ার অফ দ্য মান্থ — এপ্রিল ২০২৫ নির্বাচিত হন। সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিমের পর ,মেহেদী হাসান মিরাজ তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার, যিনি পেয়েছেন এই আন্তর্জাতিক স্বীকৃতি।

পুরস্কার পেয়ে মিরাজ বলেন, ‘এমন স্বীকৃতি দেশের জন্য খেলার আনন্দকে আরও গভীর করে তোলে। আইসিসির মাসসেরা খেলোয়াড় হতে পারা আমার জন্য বিশাল অর্জন।’

মেহেদী মিরাজ যেন রীতিমতো ছুটছেন। যেন জয় করাটা যার নেশা হয়ে দাঁড়িয়েছে। নিজেকে নতুন করে আবিষ্কার করছেন, ভেঙে গড়ছেন। সেই সাথে পরিশ্রমের পুরস্কারও পাচ্ছেন হাতে-নাতে। এমন মিরাজকেই চায় বাংলাদেশের ক্রিকেট।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link