ব্যাট হাতে সিরিজটা মোটেও ভাল যায়নি বিরাট কোহলির। তৃতীয় ওয়ান ডে ছাড়া তেমন রান পাননি পুরো সিরিজে। এমনকি বাজে গেছে টেস্ট সিরিজও। অন্যদিকে, কোহলির ঠিক বিপরীতেই অবস্থান মেহেদী হাসান মিরাজের। ওয়ানডে কিংবা টেস্ট – দুই ফরম্যাটের সিরিজেই ব্যাটে-বলে অনন্য ছিলেন এই অলরাউন্ডার।
ভারতের বিপক্ষে পারফরম্যান্স দিয়ে নিজেকে মনে রাখতে বাধ্য করেছেন মিরাজ। সেই ওয়ান ডে সিরিজের সময় বিরাট কোহলির কাছে তাঁর ব্যবহৃত একটি জার্সি চেয়েছিলেন মিরাজ। কোহলি সেটা মনে রেখেছিলেন। টেস্ট সিরিজ শেষে আজকে মিরাজকে ডেকে নিয়ে জার্সি উপহার দিয়েছেন তিনি।
লম্বা সিরিজের আয়োজন তখন শেষ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানও শেষ হল কেবল। ক্রিকেটের মেলাটা ভাঙতে চলেছে। তখনই মিরাজকে ডাকলেন কোহলি। বোঝা গেল, মিরাজকে দেওয়া কথা ভোলেননি ভারতের সাবেক অধিনায়ক।
জার্সিতে অটোগ্রাফ দিয়ে শুভ কামনাও জানিয়েছেন কোহলি। সঙ্গে একটু মজা করে বলেছেন, ‘মেহেদী, আমাকে আউট করে আমারই জার্সি নিয়ে যাচ্ছিস!’ সিরিজের শেষ ইনিংসে এই কোহলির উইকেট নিয়েই যে বাংলাদেশকে দারুণভাবে ম্যাচে ফিরিয়েছিলেন মিরাজ।
সিরিজ শুরু হয় ওয়ানডে দিয়ে। সেখানে বাংলাদেশের সিরিজ জয়ের নায়ক ছিলেন মিরাজ। তিন ম্যাচে সেখানে ১৪১ রান করার পাশাপাশি চারটি উইকেটও নিয়েছেন তিনি। পান সিরিজ সেরার পুরস্কার। তাঁকে ঘিরে হয় হাজারো প্রশংসা।
সেই তুুলনায় টেস্ট সিরিজে হাসেনি তাঁর ব্যাট। বরং বল হাতে ছিলেন উজ্জল। সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারী বোলার তিনি। দুই ম্যাচ খেলে নিয়েছেন ১১ টি উইকেট। দ্বিতীয় টেস্টটা প্রায় তিনি ভারতের মুখ থেকে বের করেই ফেলেছিলেন। কিন্তু, তীরে এসে ডোবে তরী।
যদিও, ব্যর্থতা দিয়ে শেষ হলেও পুরো সময়টা মনে রাখতেই চাইবেন মিরাজ। আর এরই শেষটা হল কোহলির কাছ থেকে জার্সি উপহার পেয়ে। বলাই যায়, মিরাজের বৃহস্পতি এখন তুঙ্গে।