অচেনা মির্জা তাহির বেগ, বাঁচালেন চট্টগ্রাম রয়্যালসের মান। বিতর্কের সর্বশেষ অধ্যায়ে দলটি হয়েছিল অভিবাবক শূন্য। স্রেফ দুইজন বিদেশিকে নিয়ে একাদশ সাজাতে সক্ষম হয়েছে চট্টগ্রাম। তাদের মধ্যে অপরিচিত মির্জা বেগের ব্যাটে ভর দিয়ে লড়াকু সংগ্রহ গড়েছে দলটি।
চট্টগ্রাম রয়্যালসের হয়ে ওপেনিংয়ে নেমেছিলেন কোটি টাকার মোহাম্মদ নাঈম। তার সাথে পাকিস্তান থেকে উড়ে আসা মির্জা তাহির বেগের উপর টিম ম্যানেজমেন্ট রেখেছিল ভরসা। সেই ভরসার প্রতিদান তাহির দিয়েছেন একটা প্রান্ত আগলে রেখে। আরেক প্রান্তে তাকে সঙ্গ দিতে পারেননি কেউই।

মাহমুদুল হাসান জয়ের সাথে গড়া ৫৮ রানের জুটিটিই চট্টগ্রামের সর্বোচ্চ রানের জুটি। যার সিংহভাগ রানই আদায় করেছেন তাহির। ডানহাতি এই ব্যাটার টানা তিন ইনিংসে হাঁকিয়েছেন হাফ সেঞ্চুরি। এর আগে পাকিস্তানের ঘরোয়া জাতীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে ৭০ পার করা ইনিংস এসেছিল তার ব্যাট থেকে। সেটাও অবশ্য চলতি বছরের মার্চ মাসে।
এই দীর্ঘ বিরতিতে তিনি স্বীকৃত কোন ক্রিকেট টুর্নামেন্টে মাঠে নামেননি। এমন অপরিচিত এক খেলোয়াড় খানিকটা বাধ্য হয়েই খেলিয়েছে চট্টগ্রাম। অবশ্য তাতে ক্ষতির চাইতে উপকারই হয়েছে বেশি। ৬৯ বলে ৮০ রান এসেছে মির্জা তাহির বেগের ব্যাট থেকে। যা দলটির পক্ষে সর্বোচ্চ। এমনকি তার ক্যারিয়ারেও এটিই সর্বোচ্চ ব্যক্তিগত রানের টি-টোয়েন্টি ইনিংস।

প্রায় ১১৬ স্ট্রাইকরেটের এই ইনিংসটিকে মারকাটারি তকমা দেওয়া কঠিন। তবুও দুই ছক্কা ও সাত চার হাঁকিয়েছেন পাকিস্তানি এই ব্যাটার। তাতে করে ছয় উইকেট হারিয়ে ১৭৬ রানের লড়াকু পুঁজি জমা হয় চট্টগ্রামের স্কোরবোর্ডে। দলটি ব্যাটিং অর্ডার নড়বড়ে হলেও, বোলিং আক্রমণ বেজায় ভাল। বিসিবির দায়িত্বে থাকা দলটি ম্যাচ জেতার স্পৃহা খুঁজে নিতে পারে তাহিরের ব্যাটিং থেকে।











