‘রিটায়ার্ড আউট’ বিতর্কে বিরক্ত রিজওয়ান

বিগ ব্যাশ এক অস্বস্তিকর ঘটনার জন্ম নিজেই ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের তারকা উইকেটরক্ষক–ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। সিডনি থান্ডারের বিপক্ষে ম্যাচে রিটায়র আউট হওয়ার ঘটনায় চরম অসন্তুষ্ট তিনি।

বিগ ব্যাশ এক অস্বস্তিকর ঘটনার জন্ম নিজেই ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের তারকা উইকেটরক্ষক–ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। সিডনি থান্ডারের বিপক্ষে ম্যাচে রিটায়র আউট হওয়ার ঘটনায় চরম অসন্তুষ্ট তিনি।

অস্ট্রেলিয়ান গণমাধ্যমের সর্বশেষ প্রতিবেদনে জানা গেছে, এই সিদ্ধান্ত নিয়ে রেনেগেডস ম্যানেজমেন্টের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছেন রিজওয়ান। এমনকি টুর্নামেন্টের বাকি অংশ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ঘটনাটি ঘটে ম্যাচের স্লগ ওভারে। ইনিংসের শেষ দিকে দ্রুত রান দরকার ছিল মেলবোর্ন রেনেগেডসের। কিন্তু ক্রিজে থাকা রিজওয়ান যেন ঠিক উল্টো পথে হাঁটলেন। একের পর এক ডট বল খেলতে খেলতে অধিনায়ক উইল সাদারল্যান্ডের বিরক্তির চূড়ান্তে পৌঁছে যান তিনি। শেষ পর্যন্ত আর ধৈর্য ধরেননি অধিনায়ক—একপ্রকার বাধ্য হয়েই রিটায়ার্ড আউট হয়ে মাঠ ছাড়তে হয় রিজওয়ানকে।

ক্রিকেটের ভাষায়, উইকেটটি ছিল একেবারেই ‘ফ্ল্যাট ট্র্যাক’। ব্যাটারদের জন্য স্বর্গ, বোলারদের জন্য দুঃস্বপ্ন। এমন উইকেটে সাধারণত স্ট্রাইক রেট থাকে আকাশছোঁয়া, চার–ছক্কার বন্যা। কিন্তু সেই ব্যাটিং স্বর্গেই রেনেগেডসের ইনিংস থমকে গেল রিজওয়ানের ব্যাটে।

দশম ওভারের শুরুতে ব্যাটিংয়ে নেমেছিলেন তিনি। কাজটা ছিল সোজা—রানের গতি ধরে রাখা। কিন্তু রিজওয়ান আসার পরই যেন থেমে গেল রেনেগেডসের চাকা। বাউন্ডারি এল হাতে গোনা, ডট বল বাড়তেই থাকল।

শেষ পর্যন্ত ২৩ বলে ২৬ রান করে সাজঘরে ফিরতে হয় রিজওয়ানকে। ইনিংসে ছিল দুটি চার ও একটি ছক্কা, তবু স্ট্রাইক রেট দাঁড়ায় মাত্র ১১৩—টি–টোয়েন্টি স্লগ ওভারের জন্য যা মোটেও গ্রহণযোগ্য নয়। এই মন্থর ব্যাটিংয়েই ক্ষুব্ধ হয়ে সাদারল্যান্ড তাঁকে তুলে নেন।

অস্ট্রেলিয়ান মিডিয়ার দাবি, প্রকাশ্যে অপমানিত বোধ করছেন রিজওয়ান। রিটায়ার্ড আউটের সিদ্ধান্তে তিনি মোটেও সন্তুষ্ট নন এবং তা ম্যানেজমেন্টকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, বিবিএলের বাকি ম্যাচগুলোতে তাঁকে আর রেনেগেডসের জার্সিতে নাও দেখা যেতে পারে।

এই ঘটনায় ইতোমধ্যেই ক্রিকেট মহলে শুরু হয়েছে তুমুল আলোচনা—রিটায়ার্ড আউট কি কৌশল, নাকি একজন তারকা ব্যাটারের জন্য অপমান?

Share via
Copy link