প্রিয় প্রতিপক্ষের সামনেও বিপর্যস্ত মুমিনুল

মুমিনুল হকের প্রিয় প্রতিপক্ষ শ্রীলঙ্কা। কিন্তু এবারের শ্রীলঙ্কা সফর নিশ্চয়ই ভুলে যেতে চাইবেন বাংলাদেশি এই তারকা।

মুমিনুল হকের প্রিয় প্রতিপক্ষ শ্রীলঙ্কা। কিন্তু এবারের শ্রীলঙ্কা সফর নিশ্চয়ই ভুলে যেতে চাইবেন বাংলাদেশি এই তারকা। গল থেকে কলম্বো, বদলায়নি মুমিনুলের গল্প। দারুণ শুরু পেয়েও তিনি হতাশ করেছেন নিজেকে, দেশের ক্রিকেটের সমর্থকদের। লঙ্কানদের বিপক্ষে তার জ্বলে ওঠাই তো ছিল প্রত্যাশিত।

ক্যারিয়ারের ১৩টি টেস্ট সেঞ্চুরি করেছেন মুমিনুল হক। এর মধ্যে চারটা সেঞ্চুরির প্রতিপক্ষ ছিল এই শ্রীলঙ্কা। এমনকি লঙ্কাদ্বীপেও রয়েছে তার একটি সেঞ্চুরি। পাল্লেকেল্লেতে ২০২১ সালে মুমিনুল করেছিলেন ১২৭ রান। এছাড়াও দু’টো ফিফটি ছিল তার।

কিন্তু এবার সেঞ্চুরি তো দূরে থাক, একটা ফিফটিও করতে পারেননি মুমিনুল হক। কিন্তু তার কাছে সুযোগ ছিল। গল ও কলম্বোর চার ইনিংসেই তিনি শুরুটা পেয়েছিলেন ভাল। তবে কাজে লাগাতে পারেননি। গলের ব্যাটিং বান্ধব উইকেটে তিনি দুই ইনিংসে করেছেন যথাক্রমে ২৯ আর ১৪।

কলম্বোর খানিকটা চ্যালেঞ্জিং উইকেটেও দুর্দশার চিত্র বদলায়নি। ২১ ও ১৫ মুমিনুলের সর্বসাকুল্যে সংগ্রহ। তবে স্বল্প সংগ্রহ ছাপিয়ে বারংবার সমালোচনার খোড়াক হয়েছে মুমিনুলের আউট হওয়ার ধরণ। সেট ব্যাটার হয়েও রীতিমত ক্যাচ তুলে দিয়ে এসেছেন তিনি।

সাদা পোশাকে বাংলাদেশের একাদশের ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাটার মুমিনুল। তার এমন বাজে পারফরমেন্সের কারণে বেজায় ধুকেছে বাংলাদেশ। গল টেস্ট ড্র করতে পারলেও, কলম্বো টেস্টে পরাজয় যেন প্রায় অবধারিত।

অথচ এই শ্রীলঙ্কার বিপক্ষেই টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ রান করেছেন মুমিনুল হক। একমাত্র প্রতিপক্ষ যাদের বিপক্ষে তার সংগ্রহ হাজার ছাড়ানো রান। যদিও এই রানের অধিকাংশই তিনি করেছেন দেশের মাটিতে।

তবুও সারাবছর টেস্ট ক্রিকেটের জন্যে নিজেকে প্রস্তুত করে যাওয়া মুমিনুলের কাছ থেকে প্রত্যাশা খানিক বেশি থাকারই কথা। কিন্তু সেই প্রত্যাশার ধারে কাছেও পৌঁছাতে পারলেন না তিনি। নিদারুণ ব্যর্থতার গল্প লিখে চেপে বসবেন দেশে ফেরতগামী বিমানে।

Share via
Copy link