পাকিস্তানের কোচের পদটাই যেন একটা আলোচনার বিষয়বস্তু বেশ কিছুদিন ধরে। কিছুদিন আগেই ‘অনলাইন কোচ’ নিয়োগ দিয়ে রীতিমতো হাস্যরসের খোড়াগ জুগিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
মিকি আর্থার একই সাথে পাকিস্তান দল ও ইংলিশ কাউন্টি দল ডার্বিশায়ারের দায়িত্ব সামলাবেন। পাকিস্তানের উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়া আর্থারের পরামর্শে এবার পাকিস্তানের পেস বোলিং কোচের দায়িত্ব পেলে দক্ষিন আফ্রিকান সাবেক পেস বোলার মরনে মরকেল।
অনলাইন কোচ আর্থারের পদের নাম পিসিবি দিয়েছে ‘উপদেষ্টা’। সেও উপদেষ্টার কাছেই কোচিং স্টাফে তাঁর সহকারী নিয়োগের দায়িত্বভার দিয়েছে পিসিবি। আর্থারের প্রস্তাব অনুযায়ী বোলিং কোচ হিসেবে মরকেল আর ব্যাটিং কোচ হিসেবে অ্যান্ড্রু পুটিককে নিয়োগ দিয়েছে পিসিবি।
বর্তমানে আইপিএলে লক্ষ্মৌ সুপার জায়ান্টসের বোলিং কোচ হিসেবে কাজ করছেন মরকেল। এছাড়াও কোচ হিসেবে খুব বেশিদিন আগে কাজ শুরু না করলেও অভিজ্ঞতা একদমই কম তাঁর এমনটা নয়। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়া জাতীয় দলের সাথে কাজ করেছেন মরকেল।
এছাড়াও প্রথমবারের ময় আয়োজিত দক্ষিণ আফ্রিকার ফ্রাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট এসএ টি-টোয়েন্টিতে ডারবান সুপার জায়ান্টসের বোলিং কোচের দায়িত্বও সামলেছেন এই সাবেক পেস বোলার। এছাড়াও নিউজিল্যান্ড নারী দলের সাথে কাজ করার অভিজ্ঞতাও আছে মরকেলের।
এছাড়াও পুরো কোচিং প্যানেলটাই ঢেলে সাজিয়েছে পাকিস্তান। এর আগে ফিল্ডিং কোচ হিসেবে কাজ করা গ্রান্ট ব্রাডবার্ন এখন কাজ করবেন প্রধান কোচ হিসেবে। সেই সাথে ফিল্ডিং কোচের দায়িত্বও চালিয়ে যাবেন তিনি। এছাড়াও আর্থারের পরামর্শে দ্রিমাস সাইমন কাজ করবেন স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ হিসেবে।
সদ্যই আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হেরে প্রবল চাপে পাকিস্তান। নতুন কোচিং প্যানেল পাকিস্তানকে কতটা ট্র্যাকে ফেরাতে পারেন সেটিই এখন দেখার বিষয়। তবে অললাইন কোচের এই নতুন ধারণায় পাকিস্তান ব্যর্থ হলে পিসিবির মুন্ডুপাত করবেন পাকিস্তান ভক্তরা সেটি মোটামুটি নিশ্চিত।