দ্বাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ রান সংগ্রাহক পারভেজ হোসেন ইমন, সর্বোচ্চ উইকেট শিকার করেছেন শরিফুল ইসলাম। কিন্তু আপনি জানেন সর্বোচ্চ ডাক মেরেছেন ক’জন?
এখানেও আবার আছে এক সমস্যা- তিনটি করে ডাক মেরেছেন পাঁচজন খেলোয়াড়। এই পাঁচজনের দুইজন আবার বোলার। কিন্তু বাকি তিনজনের দুইজন অলরাউন্ডার, আরেকজন ব্যাটার। এদের মধ্যে ব্যর্থ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়ার্সের এসএম মেহরব হোসেন।

তাকে মূলত খেলতে হয়েছে ফিনিশার রোলে। সবগুলো ম্যাচে একাদশে সুযোগও পাননি। পাঁচ ইনিংসে মাঠে নেমেছেন মেহরব। সেই পাঁচ ইনিংসের তিনটিতেই শূন্যরানে তিনি ফিরেছেন প্যাভিলিয়নে। এই তালিকায় একমাত্রা ব্যাটার হিসেবে তিনটি ডাকের মালিক মাহমুদুল হাসান জয়।
টুর্নামেন্টের রানার্সআপ দল চট্টগ্রাম রয়্যালসের জার্সিতে সময়টা মোটেও ভাল কাটেনি জয়ের। ৯ ইনিংসে ব্যাট করে মোটে ১০২ রান সংগ্রহ করতে পেরেছেন। ওই নয় ইনিংসের তিনটিতে আবার তিনি ফিরেছেন শূন্যরানে। অন্যদিকে ইংল্যান্ড থেকে খেলতে আসা ইথান ব্রুকসের নামের পাশেও যুক্ত হয়েছে তিনটি ডাক।

তিনিও জয়ের সমান নয় ইনিংসে তিনবার ফিরেছেন শূন্যরানে। তালিকায় থাকা বাকি দুইজন নবাগত দল নোয়াখালী এক্সপ্রেসের দুই বোলার। এবারের টুর্নামেন্টে হ্যাটট্রিক পাওয়া মেহেদী হাসান রানা, শূন্যরানে ফিরেছেন তিনবার। ব্যাটিং করতে নেমেছিলেন ছয় ইনিংসে। তারই সতীর্থ স্বদেশী পেসার হাসান মাহমুদ সাত ইনিংসের মধ্যে তিনবার প্যাভিলিয়নে ফিরেছেন খালিহাতে।











