ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিলাম ও নিলাম পূর্ববর্তী চুক্তি শেষে প্রত্যেকটা দলই নিজেদের স্কোয়াড গুছিয়ে নিয়েছে। কেউ কেউ দল পেয়েছে আকাশচুম্বী মূল্যে, কাউকে আবার সুলভ মূল্যেই দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। প্রত্যেকটা দলের সবচেয়ে দামি খেলোয়াড়দের তালিকা নিয়ে থাকছে খেলা ৭১-এর আজকের আয়োজন।
- চেন্নাই সুপার কিংস – সঞ্জু স্যামসন ও রুতুরাজ গায়কড়

নিলামের আগেই ট্রেডের মাধ্যমে রাজস্থান রয়্যালস থেকে সঞ্জু কে দলে ভেড়ায় চেন্নাই সুপার কিংস। তাঁকে পেতে চেন্নাইকে গুনতে হয় ১৮ কোটি রুপি। সমমূল্যেই ভারতীয় ওপেনার রুতুরাজ গায়ডকে রিটেইন করে চেন্নাই।
- দিল্লি ক্যাপিটালস – অক্ষর প্যাটেল

টি-টোয়েন্টিতে ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য অলরাউন্ডার এখন অক্ষর প্যাটেল। বরাবরের মতোই এবারও তিনি খেলবেন দিল্লির জার্সি গায়েই। নেতৃত্বটাও থাকবে তাঁর কাঁধেই। তাঁকে দলে রাখতে দিল্লিকে ব্যয় করতে হয়েছে প্রায় সাড়ে ১৬ কোটি রুপি।
- গুজরাট টাইটানস – রশিদ খান

টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বড় নাম রশিদ খান। তাঁকে যে কোনো দল ছাড়তে চাইবে না, তা বলাই বাহুল্য। আঠারো কোটি ভারতীয় রুপির বিনিময়ে তাঁকে দলে ধরে রেখেছে গুজরাটের এই ফ্র্যাঞ্চাইজিটি।
- কলকাতা নাইট রাইডার্স – ক্যামেরুন গ্রিন

এবারের মিনি নিলামের সবচেয়ে দামি খেলোয়াড় ক্যামেরুন গ্রিন। ব্যাট ও বল উভয় বিভাগেই কার্যকরি এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে ২৫ কোটি রুপির বিনিময়ে নিলাম থেকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স।
- লক্ষ্ণৌ সুপার জায়ান্টস – ঋষাভ পান্ত

২৭ কোটি রুপি দিয়ে ঋষাভ পান্ত কে দলে ধরে রেখেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। পূর্বে দিল্লির অধিনায়ক হিসেবে আইপিএল মাতানো পান্তকে আগের মৌসুমে মেগা নিলাম থেকে দলে নিয়েছিলো লক্ষ্ণৌ।
- মুম্বাই ইন্ডিয়ান্স – জাসপ্রিত বুমরাহ

মুম্বাইয়ের বোলিংয়ের প্রধান অস্ত্র ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহকে ১৮ কোটি রুপির বিনিময়ে রিটেইন করেছে মুম্বাই। নতুন বল কিংবা ডেথ ওভার, সবখানেই বুমরাহর দক্ষতা অনন্য।
- পাঞ্জাব কিংস – শ্রেয়াস আইয়ার

২৬ কোটি ৭৫ লাখ রুপির বিনিময়ে শ্রেয়াস আইয়ারকে দলে রেখেছে পাঞ্জাব কিংস। মিডল অর্ডারে নির্ভরযোগ্যতার পাশাপাশি তাঁর নেতৃত্ব গুণের সুবাদে তাঁকে নিয়ে স্থায়ী চিন্তাভাবনাই রয়েছে পাঞ্জাবের।
- রাজস্থান রয়্যালস – যশ্বসী জয়সওয়াল

বর্তমান ভারতীয় দলের নিয়মিত মুখ জয়সওয়াল। বিশ্ব ক্রিকেটে পরিচিতি পেয়েছিলেন রাজস্থানের জার্সি গায়েই। ১৮ কোটি রুপির বিনিময়ে তাঁকে দলে রেখেছে রাজস্থান।
- সানরাইজার্স হায়দরাবাদ – হেনরিখ ক্লাসেন

বর্তমান বিশ্বের সবচেয়ে বিধ্বংসী ব্যাটারদের একজন হেনরিখ ক্লাসেন। পূর্ববর্তী দল হায়দরাবাদেই জায়গা হয়েছে তাঁর। বিনিময়ে পাবেন ২৩ কোটি রুপি।
- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু – বিরাট কোহলি

আইপিএলের জন্মলগ্ন থেকেই বিরাট আর আরসিবি যেন একই সূত্রে গাঁথা। ২১ কোটি রুপির বিনিময়ে ১৯তম বারের মতো ব্যাঙ্গালুরুর হয়ে মাঠ মাতাতে নামছেন আইপিএলের সফলতম ব্যাটার।










