আইপিএলে সর্বোচ্চ ছক্কার মালিক যারা

সবার উপরে যে ইউনিভার্সাল বস ‘ক্রিস গেইল’ থাকবেন সেটা জানা থাকা উচিত পুরো ক্রিকেটাঙ্গনের। নিজের আইপিএল ক্যারিয়ারে ৩৫৭টা ছক্কা হাঁকিয়েছেন তিনি, অথচ টুর্নামেন্টের ইতিহাসে আর কারো ৩০০টা ছক্কা মারার কীর্তিও নেই। 

আইপিএল মানেই মারকাটারি ব্যাটিং, বড় বড় ছয় মারার প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতায় বড় বড় তারকাদের কার অবস্থান কোথায় সেটাই খুঁজে বের করার চেষ্টা করেছে খেলা ৭১।

  • ক্রিস গেইল

সবার উপরে যে ইউনিভার্সাল বস ‘ক্রিস গেইল’ থাকবেন সেটা জানা থাকা উচিত পুরো ক্রিকেটাঙ্গনের। নিজের আইপিএল ক্যারিয়ারে ৩৫৭টা ছক্কা হাঁকিয়েছেন তিনি, অথচ টুর্নামেন্টের ইতিহাসে আর কারো ৩০০টা ছক্কা মারার কীর্তিও নেই।

  • রোহিত শর্মা 

ক্রিস গেইলকে ছাড়িয়ে যেতে না পারলেও ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ ওভার বাউন্ডারির মালিক রোহিত শর্মা। হিটম্যানের ব্যাট থেকে এসেছে ২৮০টা ছয়, এই মৌসুমে কি তিনশর গন্ডি স্পর্শ করতে পারবেন তিনি?

  • বিরাট কোহলি 

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ঘরের ছেলে বিরাট কোহলি প্রথম আসর থেকেই খেলছেন একই দলে। আর ব্যাঙ্গালুরুর জার্সি গায়ে তিনি এখন পর্যন্ত হাঁকিয়েছেন ২৭২টা ছয়, এদিক দিয়ে রোহিতের সঙ্গে তাঁর লড়াই হচ্ছে সমানে সমানে।

  • এমএস ধোনি

তালিকায় মহেন্দ্র সিং ধোনির নাম থাকাটা অবধারিত, যিনি ব্যাটিংয়ে নামলেই ছয়ের অপেক্ষায় থাকে পুরো গ্যালারি তিনি সবমিলিয়ে ২৫২ বার ছক্কা মেরেছেন। গত আসরেই তো তেরো ছক্কা এসেছিল তাঁর ব্যাট থেকে; দেখার বিষয়, তাঁর এবারের আসর কেমন যায়।

  • এবি ডি ভিলিয়ার্স

ধোনির চেয়ে ওভার বাউন্ডারি একটা কম রয়েছে এবি ডি ভিলিয়ার্সের। মি.৩৬০° নিজের আইপিএল ক্যারিয়ারে ২৫১ বার বলকে উড়িয়ে নিয়ে ফেলেছিলেন মাঠের বাইরে। এত দ্রুত অবসর না নিলে অবশ্য সংখ্যাটা আরো অনেক বাড়তো।

  • ডেভিড ওয়ার্নার

আইপিএল ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার ডেভিড ওয়ার্নার, সর্বোচ্চ হাফসেঞ্চুরির কীর্তি আছে তাঁর ঝুলিতে। ছক্কা মার দিক থেকেও কম যাননি তিনি, ২৩৬টা ছক্কার মালিক এই অজি ব্যাটার।

  • কাইরন পোলার্ড

ক্যারিবিয়ান মানেই তো বিগ হিটিংয়ের পসরা, কাইরন পোলার্ডও ব্যতিক্রম নন। এই তালিকায় তাঁর অবস্থান সাত নম্বরে, যদিও ওয়ার্নারের সমান ২৩৬টা ছয় আছে তাঁর ঝুলিতেও।

  • আন্দ্রে রাসেল 

জাতীয় দলের সতীর্থের পরেই আছেন আরেক উইন্ডিজ তারকা আন্দ্রে রাসেল। ২০৯টা ছয় এসেছে তাঁর ব্যাট থেকে, তবে ব্যাটিং অর্ডারে আরো উপরের দিকে খেললে সংখ্যাটা আরো বেশি হতো নিশ্চয়ই।

  • সঞ্জু স্যামসন 

রাজস্থান রয়্যালসের পোস্টার বয় হয়ে উঠেছেন সঞ্জু স্যামসন, ধারাবাহিক পারফরম্যান্সে ভক্ত বানিয়েছেন পুরো ভারত জুড়ে। ছক্কা মারার ক্ষেত্রেও দারুণ পারদর্শী তিনি, ২০৬টা ছয় ইতোমধ্যে যোগ হয়েছে তাঁর খাতায়। সব ঠিক থাকলে তালিকায় আরো উপরের দিকে দেখা যাবে তাঁকে।

  • সুরেশ রায়না 

মি.আইপিএল ডাকা হয় সুরেশ রায়নাকে, কেন ডাকা হয় সেটা তাঁর পরিসংখ্যান ঘাঁটলেই স্পষ্ট হবে। আর এই ওভার বাউন্ডারি মারের তালিকায় তাঁর অবস্থান দশ নম্বরে – ২০৩ বার মাঠের বাইরে বল পাঠিয়েছিলেন তিনি।

Share via
Copy link