উইকেট শিকারে বর্ষসেরা

ক্রিকেটটা এখন বড্ড ব্যাটিং-বান্ধব। বোলারদের দুর্ধর্ষ স্পেলের চেয়ে ব্যাটারের তাণ্ডব দেখার প্রতি বেশি আগ্রহী সবাই। তবু নানান প্রতিকূলতা ডিঙিয়ে পারফর্ম করে যাচ্ছেন বোলাররা, বিদায়ী বছরেও তিন ফরম্যাট জুড়ে অনেকেই দেখিয়েছেন নিজের মুন্সিয়ানা। ২০২৩ সালের সর্বোচ্চ উইকেটশিকারী বোলারের তালিকা এবার তবে দেখে নেওয়ার পালা।

  • রবীন্দ্র জাদেজা (ভারত)  

টি-টোয়েন্টি খুব একটা খেলেননি রবীন্দ্র জাদেজা, তবে ক্যালেন্ডারের শেষদিকে এসে ঠিকই সবচেয়ে বেশি উইকেটের মালিক বনে গিয়েছেন তিনি। ৩৯ ইনিংসে ৬৬ উইকেট নিয়েছেন এই বাঁ-হাতি স্পিনার। তিন বার পেয়েছেন ফাইফারের স্বাদ, ভারতের বিশ্বকাপে দাপুটে পারফরম্যান্সের পেছনে বড় অবদান ছিল তাঁর।

  • কুলদীপ যাদব (ভারত) 

জাদেজার মতই ওয়ানডে বিশ্বকাপে ধারাবাহিক পারফর্ম করেছিলেন কুলদীপ যাদব। সাদা পোশাকে না খেললেও সেটা পুষিয়ে নিয়েছেন টি-টোয়েন্টি দিয়ে। মাত্র ৩৮ ইনিংসে ৬৩ উইকেট ঝুলিতে পুরেছেন এই চায়নাম্যান, এসময় তাঁর বোলিং গড় স্রেফ ১৮.৮৫!

  • মিশেল স্টার্ক (অস্ট্রেলিয়া)

ওয়ানডে বিশ্বকাপে কি সেরা ছন্দের মিশেল স্টার্ককে দেখা গিয়েছে? প্রায় সবাই এক্ষেত্রে না-ই বলবেন, কিন্তু এগারো ম্যাচের টুর্নামেন্টে সর্বোচ্চ দিতে না পারলেও ২০২৩ সালে এই পেসার ঠিকই নিজের কাজটা করেছেন আড়ালে থেকে।

মাত্র ৩০ ইনিংস বল করেই ৬৩ উইকেটের মালিক বনে গিয়েছেন তিনি, নামটা স্টার্ক বলেই হয়তো এমন পরিসংখ্যানও বিস্মিত করবে না ক্রিকেটপ্রেমীদের।

  • মোহাম্মদ সিরাজ (ভারত)

বছর জুড়ে ৬০ উইকেট নেয়া মোহাম্মদ সিরাজ আছেন সেরা বোলারের তালিকায় চার নম্বরে। এসময় তাঁর বোলিং গড় প্রায় ২৪ আর ফাইফার পেয়েছেন দুইবার। অবশ্য দুইটিই এসেছে শ্রীলঙ্কার বিপক্ষে, আর দুই ম্যাচেই লঙ্কানরা গুটিয়ে গিয়েছে ৫০ রানের আশেপাশেই।

  • মার্ক অ্যাডায়ার (আয়ারল্যান্ড)

বাঘা বাঘা বোলারদের মাঝে হুট করে এই নাম দেখে অবাক হবেন না। খানিকটা পিছিয়ে থাকা দেশের হয়ে খেললেও চলতি বছর বিশ্বসেরা বোলারদের সাথে পাল্লা দিয়েই পারফর্ম করেছেন অ্যাডায়ার। কোন ইনিংসে পাঁচ উইকেট না পেলেও সবমিলিয়ে ৫৯ বার ব্যাটারকে প্যাভিলিয়নের পথ দেখিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link