প্রিয়/পয়া প্রতিপক্ষ

‘পয়া’ বা ‘লাকি’ টার্মটা ক্রিকেট মাঠে বেশ প্রচলিত। ক্রিকেট মাঠে প্রতিটি ক্রিকেটার কিংবা প্রতিটি দলেরই কোন প্রিয় প্রতিপক্ষ থাকে। যাদের বিপক্ষে দলগুলো সবসময়ই জয় পেতে চায়, যাদের বিপক্ষে দলটির রেকর্ডও ভাল। ক্রিকেটের এই ‘প্রিয় দ্বৈরথ’-এর ইতিহাসটাও বেশ লম্বা।

এই লম্বা সময়ের পরিসংখ্যানে চোখ বোলালেও বোঝা যায় কয়েকটি দল নির্দিষ্ট কোন প্রতিপক্ষের বিরুদ্ধে কতটা সফল। এই প্রতিপক্ষ দলগুলো তাঁদের জন্য ‘লাকি’। বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে একটি নির্দিষ্ট প্রতিপক্ষের বিপক্ষে সবচেয়ে বেশি জয় পাওয়া দলগুলোর পরিসংখ্যান নিয়ে এবারের আয়োজন

  • অস্ট্রেলিয়া, ভারতের বিপক্ষে

ওয়ানডে ক্রিকেট ইতিহাসের সফলতম দল অস্ট্রেলিয়া। দেশটি এখন অবধি ৯৫৮ টি ম্যাচ খেলে ৫৮২ টিতেই জয় পেয়েছে। এছাড়া তাঁদের নামের পাশে পাঁচটি ওয়ানডে বিশ্বকাপ তো আছেই। এছাড়া আরেক ক্রিকেট পরাশক্তি ভারতের বিপক্ষে দারুন সফল অস্ট্রেলিয়া।

ভারত ও অস্ট্রেলিয়া একে অপরের মুখোমুখি হয়ে মোট ১৪৩ বার। সেখানে ৮০ ম্যাচেই জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। এটি কোনো নির্দিষ্ট দলের বিপক্ষে পঞ্চম সর্বোচ্চ জয়।

  • অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের বিপক্ষে

টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ক্রিকেট দ্বৈরথটা সবারই জানা। তবে ওয়ানডে ক্রিকেটে সেটা অস্ট্রেলিয়ার দিকেই কিছুটা ঝুলে আছে। এই দুই দল ওয়ানডে ক্রিকেটে প্রথমবার মুখোমুখি হয়েছিল ১৯৭১ সালে। ওই ম্যাচে অস্ট্রেলিয়া জয় পেয়েছিল পাঁচ উইকেটে।

এরপর মোট ১৫২ বার মুখোমুখি হয়েছিল এই দুই দল। এর মধ্যে ৮৪ বারই জয়ের হাসি হেসেছে অস্ট্রেলিয়া। ১৯৮৭ বিশ্বকাপের ফাইনালেও ইংল্যান্ডকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া দল। সেবারই প্রথম বিশ্বকাপ হাতে নেয় অজিরা।

  • পাকিস্তান, শ্রীলঙ্কার বিপক্ষে

এশিয়ার দুই ক্রিকেট পরাশক্তি পাকিস্তান ও শ্রীলঙ্কা। ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে উত্তেজনার পারদ জমলেও শ্রীলঙ্কা পাকিস্তানের ম্যাচ নিয়েও দর্শকদের আগ্রহ কম ছিল না। তবে ওয়ানডে ক্রিকেটে পাল্লাটা ঝুলে আছে পাকিস্তানের দিকেই।

এই দুই দল ওয়ানডে ক্রিকেটে মুখোমুখি হয়েছে মোট ১৫৫ বার। এর মধ্যে পাকিস্তান দল জয় পেয়েছে ৯২ টি ম্যাচে। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এটি কোনো নির্দিষ্ট দলের বিপক্ষে তৃতীয় সর্বোচ্চ জয়।

  • অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড

অস্ট্রেলিয়া যে ওয়ানডে ক্রিকেটে কতটা সফল এই তালিকাই তাঁর প্রমাণ। ক্রিকেট বিশ্বের শক্তিশালী তিন দল ভারত, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড তিন দলের বিপক্ষেই তাঁদের জয়ের পাল্লা ভারি। নিউজিল্যান্ডের বিপক্ষেও দারুণ সফল অজিরা। যদিও সাম্প্রতিক সময়ে নিউজিল্যান্ডও অস্ট্রেলিয়াকে শক্ত জবাব দিচ্ছে।

তবে এখন অবধি অস্ট্রেলিয়ার জয়ের পাল্লা অনেক ভারি। দুই দল ওয়ানডে ক্রিকেটে একে অপরের মুখোমুখি হয়েছে মোট ১৩৮ বার। সেখানে অস্ট্রেলিয়া জয় পেয়েছে মোট ৯২ বার। বিপরীতে নিউজিল্যান্ডের জয় মাত্র ৩৯ ম্যাচে।

  • ভারত, শ্রীলঙ্কার বিপক্ষে

বর্তমানে ক্রিকেট বিশ্বের অন্যতম শক্তিশালি দল ভারত। দুইটি বিশ্বকাপ জয়ের পাশাপাশি দলটি এখন পর্যন্ত মোট ৯৯৫ টি ওয়ানডে ম্যাচ খেলেছে। এরমধ্যে এশিয়ার আরেক পরাশক্তি শ্রীলঙ্কার বিপক্ষেই খেলেছে ১৬২ টি ম্যাচ।

সেখানে ভারত জয় পেয়েছে ৯৪ মাচে। এটিই কোনো নির্দিষ্ট প্রতিপক্ষের বিপক্ষে আরেকটি দলের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ জয়। এছাড়া ২০১১ বিশ্বকাপের ফাইনাল ম্যাচেও শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ জয় করে ভারত।

লেখক পরিচিতি

আমার ডায়েরির প্রতিটা পৃষ্ঠাই আমার বাইশ গজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link