লোকেশ রাহুল যখন ‘ধোনি

ভারত ফিরে গেল সেই ২০১৩ সালে। উইকেটরক্ষকের জন্য ম্যাচ বোঝা অন্য যে কারও চেয়ে সহজ। লোকেশেরও ধোনির মতো অটুট মনোযোগ, সঠিক সময়ে সঠিক পরামর্শ — এই দৃশ্য যেন পুরনো সেই ধোনিকেই মনে করিয়ে দেয়।

উইকেটের পেছন থেকে আসলেন লোকেশ রাহুল। কথা বলছেন রোহিত শর্মার সাথে। একটু পর সেখানে যোগ দিলেন বিরাট কোহলি। ঠিক যেন স্বয়ং মহেন্দ্র সিং ধোনি এসে কি যেন বলে গেলেন। এটাই ভারতের নেতৃত্বের ইউনিট।

এক সময় এই ইউনিটের নেতৃত্ব দিতেন মহেন্দ্র সিং ধোনি। এখন সবাই মিলে দায়িত্ব সামলান। লোকেশ রাহুলও সেখানে কখনও কখনও ধোনি ওয়ে ওঠেন। দু’জনই যে উইকেটরক্ষ। ধোনি উইকেটের পেছন থেকে ম্যাচ নিয়ন্ত্রন করতেন। ওখান থেকে তিনি যা বলতেন, তাই সত্যি হত। তিনি যা পরামর্শ যখন যাকে দিয়েছেন তাঁর সবই কাজে লাগত।

২০১৩ সালে ভারত শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল। আর সেই ট্রফি ভারতের হাতে তুলে দিয়েছিলেন একজন ধোনি। দলের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, সবকিছু নিয়েই ছিল তাঁর অসামান্য দৃষ্টিভঙ্গি। তাঁর সিদ্ধান্ত ছিল একদম নিখুঁত। সেই ২০১৩ থেকে ২০২৫-এ এসে, ভারতীয় শিবিরে আজও আছে ধোনির স্মৃতি।

ফাইনাল ম্যাচেও দেখা গেল ধোনিময় দৃশ্য। যখন নিউজিল্যান্ডের রান বাড়ছিল, যখন ম্যাচ হেলে পড়ছিল নিউজিল্যান্ডের, তখনই লোকেশ রাহুল বুঝলেন বাড়তি কিছু করতে হবে। তিনি এগিয়ে গেলেন রোহিদের দিকে। অবিচল পরামর্শ দিলেন, যেন বোঝালেন এভাবে হচ্ছে না, অন্য ভাবে করতে হবে।

ভারত ফিরে গেল সেই ২০১৩ সালে। উইকেটরক্ষকের জন্য ম্যাচ বোঝা অন্য যে কারও চেয়ে সহজ। লোকেশেরও ধোনির মতো অটুট মনোযোগ, সঠিক সময়ে সঠিক পরামর্শ — এই দৃশ্য যেন পুরনো সেই ধোনিকেই মনে করিয়ে দেয়। আর পরামর্শ কাজেও এসেছে। দারুণ শুরু করা নিউজিল্যান্ডকে ২৫১ রানের মধ্যে আটকে রাখতে পেরেছে ভারত।

Share via
Copy link