ধোনি নাকি কার্তিক – এগিয়ে কে ?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ইতিহাসের অন্যতম সেরা দুই উইকেটকিপার ব্যাটার এম.এস. ধোনি ও দিনেশ কার্তিক। আলাদা কৌশল, আলাদা ব্যক্তিত্ব, আলাদা পথ—তবুও দু’জনেই রেখে গেছেন অমলিন একটি ছাপ। তবে সেরার তর্কে দু’জনের মধ্যে এগিয়ে কে?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ইতিহাসের অন্যতম সেরা দুই উইকেটকিপার ব্যাটার এম.এস. ধোনি ও দিনেশ কার্তিক। আলাদা কৌশল, আলাদা ব্যক্তিত্ব, আলাদা পথ—তবুও দু’জনেই রেখে গেছেন অমলিন একটি ছাপ। তবে সেরার তর্কে দু’জনের মধ্যে এগিয়ে কে?

২০২৪ সালের আইপিএল দিয়ে শেষ হয়েছে দিনেশ কার্তিকের বর্ণাঢ্য ক্যারিয়ার। শেষ মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর (আরসিবি) হয়ে অবিশ্বাস্যভাবে দলকে প্লে-অফে তুলেছিলেন। এরপর তিনি আর মাঠে নামেননি, তবে এখনো রয়েছেন দলের সঙ্গেই—ব্যাটিং কোচ এবং মেন্টরের ভূমিকায়। অন্যদিকে ২০২৫ সালেও ক্রিকেট মাঠে নেতৃত্ব স্থাপন করে চলেছেন মহেন্দ্র সিং ধোনি। চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে জড়িয়ে খেলে যাচ্ছেন ৪৩ বছর বয়সেও।

দু’জনেই খেলেছেন ২৫৭টি করে আইপিএল ম্যাচ। ব্যাট হাতে ধোনি এগিয়ে আছেন। ২৫৭ ম্যাচে তাঁর রান ৫১৬৯, গড় ৩৯.৪৬, স্ট্রাইক রেটটাও ১৩৭। অন্যদিকে কার্তিকের রান ৪৮৪২, গড়টা: ২৬.৩২, সেই সাথে স্ট্রাইক রেট ১৩৫.৩৬।

দু’জনেই ক্যারিয়ারের শেষভাগে এসে হয়ে উঠেছিলেন দলের ফিনিশার। স্ট্রাইক রেটে পার্থক্য খুব একটা নেই, তবে ধোনির গড় ব্যাটিং পরিসংখ্যান প্রমাণ করে তাঁর ধারাবাহিকতা ও ম্যাচ শেষ করে আসার ক্ষমতা।

উইকেটের পেছনেও ধোনি সেরা। ১৮৫টি ডিসমিসাল করেছেন, যা আইপিএল ইতিহাসে এখনও সর্বোচ্চ। দিনেশ কার্তিকও আছেন ঠিক পরেই, ১৭৪টি ডিসমিসাল নিয়ে।

ধোনি নেতৃত্ব দিয়েছেন ২২৬ ম্যাচে। জয় পেয়েছেন ১৩৩টিতে—জয়ের হার ৫৮.৮০ শতাংশ। পাঁচটি আইপিএল শিরোপা এবং ১২ বার দলকে প্লে-অফে তুলেছেন তিনি। দিনেশ কার্তিক অবশ্য অধিনায়ক হিসেবে খুব বেশি সুযোগ পাননি। ৪৪টি ম্যাচে নেতৃত্ব দিয়ে জিতেছেন ২২টি, জয়ের হার ৫০ শতাংশ।

ধোনি জেতা ম্যাচে রান করেছেন ৩০০২, গড়: ৫২.৬৬, স্ট্রাইক রেট ১৪৮.৮৫। নামের পাশে ফিফটি রয়েছে ১৭। অন্যদিকে কার্তিক করেছেন ২৩০১ রান, গড় ৩১.৯৬, স্ট্রাইক রেট ১৪৫.৮২। ফিফটি রয়েছে ১১টি।

দু’জনের এই পরিসংখ্যান হয়তো ধোনিকে এগিয়েই রাখবে, তবে কার্তিকও দীর্ঘ ক্যারিয়ারে বহু দলের হয়ে দায়িত্ব পালন করেছেন সুনামের সাথে। তাঁদের দু’জনের পথ আলাদা হলেও, নাম দুটি আইপিএলের ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link