মুহাম্মাদ আব্বাস, নাম শুনলে পাকিস্তানিই মনে হবে। সেটা ভুলও নয়ন তাঁর জন্মও পাকিস্তানের লাহোরে। বাবা আজহার আব্বাস রীতিমত পাকিস্তানের হয়েই ঘরোয়া ক্রিকেট খেলেছেন।
তবে, মুহাম্মাদ আরসালান আব্বাস জাতীয় দল হিসেবে বেছে নিয়েছেন নিউজিল্যান্ডকে। আব্বাস পুরোপুরি এখন নিউজিল্যান্ডের। ব্ল্যাক ক্যাপসের হয়ে অভিষেকটা রাঙিয়ে দিলেন তিনি।
প্রথমবারের মত নিউজিল্যান্ডের হয়ে খেলতে নেমেই তুলেছেন ঝড়। শুধু ঝড়ই নয় ওয়ানডে অভিষেকে রীতিমত ইতিহাসই গড়েছেন। সেটাও আবার খোদ পাকিস্তানের বিপক্ষে।
২১ বছর বয়সী এই ডানহাতি ২৪ বলে হাফ সেঞ্চুরির মাইলফলক পূরণ করেন। ওয়ানডে ক্রিকেটে অভিষেকে এটা দ্রুততম হাফ সেঞ্চুরির নজীর। মো আব্বাস ছাড়িয়ে গেলেন ভারতের ক্রুনাল পান্ডিয়াকে।
২৬ বলে ৫২ রান করেন তিনি। ইনিংসে ছিল তিনটি চার ও তিনটি ছক্কা। স্ট্রাইক রেট ২০০! নয় উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের বোর্ডে জমা হয় ৩৪৪ রান।
নিউজিল্যান্ডের ক্ষেত্র তৈরী করেন আরেক ভিনদেশী। তিনি হলেন হংকং ফেরত মার্ক চ্যাপম্যান। ১১১ বল খেলে ১৩২ রান করেন। ইনিংসে ছিল ছয় ছক্কা আর ১৩ টি চার। কদিন আগে টি-টোয়েন্টিতে ঝড় তুলেছিলেন পাকিস্তানের বিপক্ষে, এবার ওয়ানডেতে।
আসলে পাকিস্তান যে চ্যাপম্যানের প্রিয় প্রতিপক্ষ হয়ে উঠছে। তাদের সামনে পেলেই জ্বলে উঠছেন এই বাঁ-হাতি। এবার পাকিস্তানের আরেকটি বাজে দিনের মঞ্চ গড়লেন নিজের ব্যাটে। যে মঞ্চে দাঁড়িয়ে আব্বাসের ঝড় তোলা সহজ হয়। আর পাকিস্তানের জন্য ম্যাচটা হয়ে যায় কঠিন।