মুহাম্মাদ ওয়াসিম, ছোট দলের বড় তারকা

ছোট দলের বড় তারকা মুহাম্মাদ ওয়াসিম। রোহিত শর্মা আর কেন উইলিয়ামসনের মত খেলোয়াড়দের পেছনে ফেলেছেন তিনি।

ছোট দলের বড় তারকা মুহাম্মাদ ওয়াসিম। রোহিত শর্মা আর কেন উইলিয়ামসনের মত খেলোয়াড়দের পেছনে ফেলেছেন তিনি। কিন্তু সেসব নিয়ে কারোই যেন ভ্রুক্ষেপ নেই। একেবারে নিরবে নিভৃতে নিজের কাজটা করে যাচ্ছেন তিনি। অধিনায়ক হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ পঞ্চাশোর্ধ ইনিংসের মালিক সংযুক্ত আরব আমিরাতের মুহাম্মদ ওয়াসিম।

অধিনায়ক হিসেবে মুহাম্মদ ওয়াসিমের ঝুলিতে আছে ১৭টি অর্ধশতক ছাড়ানো ইনিংস। এর মধ্যে একটি ম্যাচে তিনি সেঞ্চুরিও হাঁকিয়েছেন। প্রতিপক্ষের শক্তিমত্তার ঠুনকো আলাপ টেনে তার এই অর্জনকে তাচ্ছিল্য চাইলেই করা যায়। কিন্তু তার প্রতিপক্ষরা যে খুব একটা খর্বশক্তির নয়।

এর মধ্যে পাঁচটি হাফসেঞ্চুরি পার করা ইনিংস এসেছে তার টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে। অধিনায়ক হিসেবে সর্বপ্রথম নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে ৫৫ রানের ইনিংস খেলেছিলেন। এছাড়াও বাংলাদেশের বিপক্ষে টানা দুইটি অর্ধশতক এসেছে তার ব্যাট থেকে। সর্বশেষ হাফ সেঞ্চুরি তিনি করেছিলেন আফগানিস্তানের বিপক্ষে। এছাড়াও আফগানদের বিপক্ষের আরও একটি পঞ্চাশ ছাড়ানো ইনিংস রয়েছে তার।

অতএব সব অর্ধশতকই যে তিনি সহজ প্রতিপক্ষের বিপক্ষে করেছেন তা নয়। আর টি-টোয়েন্টিতে সহজ-কঠিনের মানদণ্ডে কোন দলকে বিভক্ত করা কঠিন। অধিনায়ক হিসেবে নিজের দলের প্রতি সর্বোচ্চ নিবেদনই প্রদর্শন করে যাচ্ছেন ডানহাতি এই ব্যাটার। অধিনায়ক হিসেবে পঞ্চাশ ছাড়ানো ইনিংসে তার উপরে রয়েছেন কেবল বাবর আজম।

বাবরের ঝুলিতে আছে ২৬টি পঞ্চাশোর্ধ ইনিংস। কিন্তু বাবরের চাইতেও ওয়াসিমের স্ট্রাইকরেট ঢের এগিয়ে এবং যথার্থ টি-টোয়েন্টি সুলভ। বাবর যেখানে ৩৭.৭৪ গড়ে রান করেছেন ১২৯.৩৮ স্ট্রাইকরেটে, সেখানে ওয়াসিম রান তুলেছেন ১৬২.৩২ স্ট্রাইকরেটে। তারও গড় ওই ৩৭ এর ঘরে।

এমনকি রোহিত শর্মাও অধিনায়ক হিসেবে ১৪৯.৭৬ স্ট্রাইকরেটে রান তুলেছেন। এর মধ্যে ১৬টি ইনিংসে তিনি পঞ্চাশোর্ধ রান সংগ্রহ করেছেন। কেন উইলিয়ামসনের স্ট্রাইকরেট অবশ্য বাবরের থেকেও কম। ১২২.৯৫ স্ট্রাইকরেটে রান করেছেন কিউই অধিনায়ক। তারও ঝুলিতে রয়েছে ১৬টি পঞ্চাশোর্ধ ইনিংস। এই পরিসংখ্যানগুলো অন্তত বলে দিচ্ছে ওয়াসিম প্রশংসার দাবি রাখে। কিন্তু প্রাপ্য প্রশংসাটুকু তিনি কি পাচ্ছেন?

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link